DBC News
বাংলাদেশ-ওয়েস্টইন্ডিজ সিরিজের টাইটেল স্পন্সর 'আই-পে'

বাংলাদেশ-ওয়েস্টইন্ডিজ সিরিজের টাইটেল স্পন্সর 'আই-পে'

বাংলাদেশ-ওয়েস্টইন্ডিজ সিরিজের টাইটেল স্পন্সর হলো দেশের প্রথম অন লাইন ভিত্তিক অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান আই-পে। বৃহস্পতিবার বিকেলে আই-পে কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেন আই-পে সিস্টেমের চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল আহসান। এসময় আরও উপস্থিত ছিলেন ডিবিসি নিউজের সিইও মঞ্জুরুল ইসলামসহ অন্যান্যরা।

ওয়েস্টইন্ডিজের বিপক্ষে দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির পুর্নাঙ্গ সিরিজ খেলতে শনিবার দেশ ছাড়ছে সাকিব, তামিমরা। সেই সিরিজের টাইটেল স্পন্সর হিসেবে আত্মপ্রকাশ করলো দেশের প্রথম অন লাইন ভিত্তিক অর্থ লেনদেনকারী জনপ্রিয় প্রতিষ্ঠান আই-পে।

দেশের ক্রীড়াঙ্গনে ভুমিকা রাখতে চায় আইপে, সেই লক্ষ্যেই আই-পে টাইগারদের সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে বলে জানালেন আই-পে সিস্টেম লিমিটেড এর চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল আহসান।  

এসময়, সাকিবদের ক্যারিবীয় সিরিজে আই-পের ভুমিকা তুল ধরেন সমন্বয়কারী প্রকিতষ্ঠান টোটাল স্পোর্টস মার্কেটিং এর সিইও মোহাম্মদ মইনুল হক চৌধুরী।  

খেলাধুলায় আই- পের এই পৃষ্ঠপোষকতা ধরে রাখতে চান কর্মকর্তারা, ভবিষ্যতের ভাবনায় রয়েছে আরো অনেক কিছুই, জানালেন আইপে সিস্টেম লিমিটেড এর সিইও জাকারিয়া স্বপন।