DBC News
'ব্যাংকগুলোকে কড়া নজরে রাখা হবে'

'ব্যাংকগুলোকে কড়া নজরে রাখা হবে'

প্রস্তাবিত বাজেটে কর্পোরেট কর কমানোর ফলে ব্যাংকগুলোকে বেশ ছাড় দেয়া হয়েছে, এ মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়া। তিনি বলেছেন, এখন থেকে ব্যাংকগুলোকে কড়া নজরে রাখা হবে।

বৃহস্পতিবার মতিঝিলে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, এমসিসিআই এর উদ্যোগে আয়োজিত প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় এ কথা বলেন এনবিআর চেয়ারম্যান। 

এসময় পলিসি রিসার্চ ইনস্টিটিউট-পিআরআই নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর জানান, প্রস্তাবিত বাজেট পুরোটাই গতানুগতিক হয়েছে, যে বাজেট বাস্তবায়ন সম্ভব নয়। তার মতে, কর্পোরেট কর একমাত্র ব্যাংক খাতের জন্যই কমানো হয়েছে যা জনবান্ধব নয়। এর সঙ্গে শর্ত জুড়ে দেওয়ার প্রয়োজন ছিল। 

এছাড়া, সুদহার কমানোরও উদ্যোগ নেওয়া যেত। বর্তমানে মুনাফার এই অর্থ লভ্যাংশ হিসেবে পরিচালকদের পকেটে যাওয়ার সম্ভাবনা আছে বলেও জানান তিনি।