DBC News
গ্যাসের দাম ৭৫% বাড়াতে চায় বাখরাবাদ

গ্যাসের দাম ৭৫% বাড়াতে চায় বাখরাবাদ

ভোক্তা পর্যায়ে প্রতি ঘনমিটার গ্যাসের দাম গড়ে ৭৫ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করেছে বাখরাবাদ গ্যাস বিতরণ কোম্পানি। বুধবার দুপুরে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি'র গণশুনানিতে কোম্পানিটি এ প্রস্তাব দেয়। 

বাখরাবাদের দেয়া প্রস্তাবে সার কারখানার গ্যাসের দাম সবচেয়ে বেশি বাড়ানোর অনুমতি চাওয়া হয়েছে। বর্তমান ২ টাকা ৭১ পয়সার বদলে ১২ টাকা ৮০ পয়সায় প্রতি ঘনমিটার গ্যাস বিক্রি করতে চায় কোম্পানিটি।

দাম বৃদ্ধির তালিকায় এর পরেই আছে বিদ্যুৎ খাত। তবে বাণিজ্যিক ও গৃহস্থালী খাতে গ্যাসের দাম একই রাখার প্রস্তাব দিয়েছে বাখরাবাদ।  তবে শুনানিতে অংশ নেয়া জ্বালানি বিশেষজ্ঞরা দাবি করেছে, সিস্টেম লস এবং দুর্নীতি বন্ধ করলে বর্তমান হারের চেয়েও কম দামে গ্যাস বিতরণ করা সম্ভব। 

ক্যাবের জ্বালানি উপদেষ্টা ডক্টর শামসুল আলম ক্ষোভ প্রকাশ করেন তিতাসের ওপর। বলেন, তাদের কারণেই গোটা গ্যাস খাতে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে।