DBC News
'গাজীপুর সিটি নির্বাচনে সেনা মোতায়েন হবে না'

'গাজীপুর সিটি নির্বাচনে সেনা মোতায়েন হবে না'

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েন করা হবে না বলে জানান প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। এই নির্বাচনে ৬টি কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে বলেও জানান তিনি।

বুধবার গাজীপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নির্বাচন সমন্বয় কমিটির বিশেষ সভা শেষে এ কথা জানান সিইসি। 

সিইসি বলেন, "নির্বাচনি পরিবেশ সুষ্ঠু থাকায় সেনা মোতায়েনের কোন প্রয়োজন নেই।" নির্বাচনে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না, কোন অনিয়ম পেলে আইনানুগ কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এ সময় জেলা প্রশাসক ড. মোহাম্মদ হুমায়ুন কবির জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার বিষয়ে বিস্তারিত তুলে ধরতেই এ সভার আয়োজন। 

সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম, হেলালুদ্দিন আহমেদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল  শাহাদাত হোসেন চৌধুরী।

৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ড নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের ভোটার সংখ্যা ১১ লাখ ৬৪ হাজার ৪২৫ জন। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বী দুই মেয়র প্রার্থী আওয়ামী লীগের মো. জাহাঙ্গীর আলম ও বিএনপির হাসান উদ্দিন সরকার।

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে হাইকোর্টের স্থগিতাদেশে বন্ধ হয়ে যায় নির্বাচনী প্রক্রিয়া। পরে আপিল বিভাগ সে আদেশ বাতিল করে নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দিলে ২৬শে জুন ভোট গ্রহণের তারিখ পুণঃনির্ধারণ করে নির্বাচন কমিশন। ফলে আবারো নির্বাচনি আমেজ ফিরে এসেছে গাজীপুরে।

আরও পড়ুন

কর্মবিরতিতে অচল বেনাপোল বন্দর

বেনাপোল স্থলবন্দরের ভারতের অংশে মালামাল ওঠানামা করার সময় বকশিস নেয়াসহ পাঁচদফা দাবিতে ভারতীয় ব্যবসায়ীদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে।এতে বেনাপোল স্থলবন্দ...

জিডিপি প্রবৃদ্ধির সুফল পাচ্ছেনা অর্থনীতি; বাড়ছেনা কর্মসংস্থান

টানা ৩ অর্থবছর ৭ শতাংশেরও বেশি হারে প্রবৃদ্ধি অর্জন করেছে বাংলাদেশ। বাড়ছে মাথাপিছু আয়ও। তবে কর্মসংস্থানের প্রবৃদ্ধি বাড়ছে না। আবার প্রকট হচ্ছে ধনী-গরীবের আয় ও স...

'খালেদাকে বাদ দিতেই জাতীয় ঐক্য'

খালেদা জিয়াকে বিএনপি থেকে বাদ দিতেই জাতীয় ঐক্য প্রক্রিয়ায় যোগ দিয়েছেন তার দলের নেতারা। এমন মন্তব্য করেছেন ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম। সোমবার দুপুরে, রাজধানী...

'চিকিৎসার সিদ্ধান্ত জানাবেন খালেদা জিয়া'

বিএনপির কারাবন্দি চেয়ারপার্সন খালেদা জিয়া জেল কোড অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নেবেন কিনা তা জানাতে আরও কয়েক দিন সময় চেয়ে...

কর্মবিরতিতে অচল বেনাপোল বন্দর

বেনাপোল স্থলবন্দরের ভারতের অংশে মালামাল ওঠানামা করার সময় বকশিস নেয়াসহ পাঁচদফা দাবিতে ভারতীয় ব্যবসায়ীদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে।এতে বেনাপোল স্থলবন্দ...

কাভার্ড ভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

মাগুরায় কাভার্ড ভ্যান চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবায় সকালে, শহরতলীর পারনান্দুয়ালী যুব উন্নয়ন অফিসের সামনের ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দু...