অক্টোবরে নির্বাচনকালীন সরকার গঠন হতে পারে বলে জানালেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নির্বাচনকালীন সরকারের মন্ত্রীসভার আকার ছোট হবে বলেও জানান তিনি।
আজ বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন ওবায়দুল কাদের। তিনি আরো বলেন, নির্বাচনকালীন সরকারের দায়িত্বে থাকবে বর্তমান সরকারই।
এ সময় মন্ত্রী আরও জানান, নির্বাচনের শিডিউল ঘোষণার সঙ্গে সঙ্গে নির্বাচনকালীন সরকার দায়িত্ব গ্রহণ করবে বলেও জানান ওবায়দুল কাদের। এছাড়া নির্বাচনকালীন সরকার গঠনের বিষয়টি পুরোপুরি প্রধানমন্ত্রীর এখতিয়ার। প্রধানমন্ত্রী এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলেও উল্লেখ করেন তিনি।
মন্ত্রী বলেন, 'দেশে এমন কোনো পরিস্থিতি নেই যে, বিএপির আন্দোলনে মানুষ সাড়া দেবে।'
বিএনপি নির্বাচনে না এলে সেটি একতরফা নির্বাচন হবে কিনা এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচন হবে অংশগ্রহণমূলক নির্বাচন। সে নির্বাচনে অনেক দলই অংশ নেবে। বিএনপি না এলেও সে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি জাতীয় নির্বাচনে অংশ নিতে কি কারণে সংশয় প্রকাশ করছে তা বোধগম্য নয় বলেও উল্লেখ করেন তিনি।
বিএনপি আন্দোলনে যাওয়ার ঘোষণার বিষয়ে তিনি বলেন, "বিএনপি আন্দোলনে যাবে, নির্বাচনেও অংশ নেবে- এটি তাদের নেতারাই বলছেন। দেশে কোনো আন্দোলন হবে না। বিএনপির প্রস্তুতিমূলক সুসংগঠিত বা জনগণ সম্পৃক্ত এমন কোনো ইস্যু নেই যা দিয়ে বিএনপি আন্দোলন করবে।