DBC News
জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল থেকে সরে গেলো যুক্তরাষ্ট্র

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল থেকে সরে গেলো যুক্তরাষ্ট্র

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির অভিযোগ, সংস্থাটির ভণ্ডামিপূর্ণ ও ইসরায়েলবিরোধী মনোভাব রয়েছে।

এক সংবাদ সম্মেলনে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং জাতিসংঘে নিযুক্ত দূত নিকি হ্যালি এ ঘোষণা দেন।

মানবাধিকার পরিষদের আলোচ্যসূচি সংস্কার নিয়ে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের সদস্য দেশগুলোর মধ্যে কয়েকমাসের আলোচনার পর এ পদক্ষেপ নেয়া হলো।

এক বছর আগে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালি ‘ইসরায়েলবিরোধী মনোভাব’ দূর করতে সংস্কারের উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছিলেন।

২০০৯ সালে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বারাক ওবামা এ পরিষদে যোগ দেন।