DBC News
ঈদের সিনেমা: হলে দর্শকের ভিড়

ঈদের সিনেমা: হলে দর্শকের ভিড়

আবারো সিনেমা হলে ভিড়। লাইন দিয়ে টিকিট কাটছে সব বয়সী দর্শক। ঈদে মুক্তি পাওয়া 'সুপার হিরো' কিংবা 'পোড়ামন টু-এর মতো সিনেমাগুলো দেখে নতুন করে আশায় বুক বাধছেন দর্শকরা।

মধুমিতা সিনেমা হলে চলছে আশিকুর রহমানের পরিচালনায় শাকিব খান ও বুবলী অভিনীত ঈদের ছবি সুপার হিরো। বদলে যাওয়া শাকিব খানের ভিন্নধর্মী অ্যাকশন ও অভিনয়ের কারণে এই চলচ্চিত্র দারুণ সারা ফেলেছে দর্শকদের মাঝে।

রাজমনি ও রাজিয়া প্রেক্ষাগৃহে চলছে শাকিব খান, অপু বিশ্বাসের সিনেমা পাংকু জামাই এবং মোশারফ করিম ও তৌকির আহমেদ অভিনীত চলচ্চিত্র কমলা রকেট।

জোনাকি সিনেমা হলে চলছে শাকিব খান ও বুবলি অভিনীত চলচ্চিত্র চিটাগাইংগা পোয়া নোয়াখাইল্যা মাইয়া।

অন্যদিকে বলাকা, শ্যামলী ও বসুন্ধরা সিনেপ্লেক্সে চলছে রায়হান রাফির পরিচালনায় নতুন নায়ক সিয়াম ও পুজা চেরির চলচ্চিত্র পোড়ামন টু। জাজ মাল্টিমিডিয়ার এই চলচ্চিত্র দর্শকদের উপচেপরা ভীরের মধ্য দিয়ে এগিয়ে চলছে সুপারহিট হওয়ার পথে।

এই ধারা অব্যাহত থাকলে বিপর্যস্ত চলচ্চিত্র শিল্প আবার ঘুরে দাঁড়াবে; এমনি স্বপ্ন দেখছেন দেশের সিনেমাপ্রেমীরা।