DBC News
গাজীপুরে ২০জনকে গুণীজন সম্মাননা প্রদান

গাজীপুরে ২০জনকে গুণীজন সম্মাননা প্রদান

গাজীপুরে শিল্পকলা একাডেমির আয়োজনে ২০ গুণীজনকে সম্মাননা দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা শিল্পকলা একাডেমী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ও গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সিমিন হোসেন রিমি।

এ সময় তিনি বলেন, যে দেশে যত বেশি গুণীজনকে সম্মান জানানো হবে, সে দেশে তত বেশি গুণীজন তৈরি হবে।

অনুষ্ঠানে ২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ২০ জনকে স্মারক মেডেল, উত্তরীয় ও প্রত্যেককে ১০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।  অনুষ্ঠান শেষে ভিডিও ডকুমেন্টেশন ’বদুর গান’-এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়।