DBC News
দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদের

দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদের

দাবি আদায় না হওয়া পর্যন্ত দিন-রাত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশন।  

স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির বিষয়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে নবম দিনের মতো জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে এমন ঘোষণা দেয়া হয়।

ফেডারেশন নেতারা বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দাবি মেনে নেয়ার আশ্বাস দিলেও তা বাস্তবায়নের কোন উদ্যোগ এখনো কার্যকর হয়নি।  ২০১৮-২০১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটেও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য কোন বরাদ্দও রাখা হয়নি। এর আগে, গত ১০ই জুন কর্মসূচি পালনকালে পুলিশ বাধা দেয়। সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদককে সেসময় পুলিশ গ্রেফতার করে এবং তিন ঘণ্টা পর ছেড়ে দেয়।

উল্লেখ্য, এমপিওভুক্তির দাবিতে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা গত বছরের ২৬শে ডিসেম্বর থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার কর্মসূচি পালন করেন। নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ডাকে তখন টানা অবস্থান ও অনশনের একপর্যায়ে এ বছরের ৫ই জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তার একান্ত সচিব সাজ্জাদুল হাসান সেখানে গিয়ে আন্দোলনকারীদের  আশ্বাস দেন। এরপর শিক্ষক-কর্মচারীরা আন্দোলন কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন।

কিন্তু অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৮-২০১৯ অর্থবছরের যে বাজেট প্রস্তাব করেছেন, সেখানে নতুন এমপিওভুক্তির বিষয়ে সুস্পষ্টভাবে কিছু বলা হয়নি। এবারের বাজেটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের জন্য ৫৩ হাজার ৫৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এটি প্রস্তাবিত জাতীয় বাজেটে খাতওয়ারি দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ। বাজেট বরাদ্দে প্রাথমিক বিদ্যালয়, কারিগরি প্রতিষ্ঠান ও অবকাঠামো নির্মাণে গুরুত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন

'আবারও আগুন সন্ত্রাস শুরু হয়েছে'

নির্বাচনকে সামনে রেখে আবারও আগুন সন্ত্রাস শুরু হয়েছে মন্তব্য করে বিএনপিকে হুশিয়ার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, 'আমি তাদেরকে বলবো, নির্বাচনে যেহ...

'উইন্ডিজ সিরিজে মাশরাফির খেলা অনিশ্চিত'

ক্রিকেটের মাঠ থেকে রাজনীতির ময়দানে আসছেন দেশের তারকা ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন মা...

আস্থা বাড়ছে মাদ্রাসা শিক্ষার্থীদের

বর্তমান সরকারের প্রতি আস্থা সৃষ্টি হয়েছে বলে জানালেন কওমী মাদ্রাসাভিত্তিক শিক্ষক-শিক্ষার্থীরা। সরকারের যুগান্তকারী সিদ্ধান্তে কওমী মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় নত...

রবিবারের জেএসসি-জেডিসি পরীক্ষা স্থগিত

অনিবার্য কারণে রবিবারের জেএসসি ও জেডিসি পরীক্ষা স্থগিত। ৯ই নভেম্বর শুক্রবার সকাল ৯টায় এই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রলালয়।  গত বৃহস্পতিবা...