DBC News
পদত্যাগ করলেন মেহবুবা মুফতি

পদত্যাগ করলেন মেহবুবা মুফতি

ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি পদত্যাগ করেছেন। মঙ্গলবার আকস্মিক পদত্যাগের ঘোষণা দেন তিনি।  এর আগে, জম্মু ও কাশ্মীরের জোট সরকার থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা জানায় বিজেপি।

আজ মঙ্গলবার দুপুরে, নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে মেহবুবা মুফতির নেতৃত্বাধীন জোট সরকার ত্যাগের ঘোষণা দেন বিজেপি'র সাধারণ সম্পাদক রামমাধব। তিনি বলেন, সন্ত্রাস, হিংসা এবং কট্টরবাদ জম্মু-কাশ্মীরে বেড়ে যাওয়ার কারণে পিডিপি-র সঙ্গে পথচলা অসম্ভব হয়ে পড়েছে। এর পরপরই পদত্যাগপত্র জমা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।

বিজেপির সঙ্গে জোট গড়েই মেহবুবার দল পিপলস্ ডেমোক্রেটিক পার্টি--পিডিপি প্রায় ৪ বছর জম্মু-কাশ্মীরে ক্ষমতায় ছিল। ২০১৪ সালের নির্বাচনে পিডিপি পেয়েছিল ২৮টি আসন আর বিজেপি পায় ২৫টি। মুখ্যমন্ত্রীর পদত্যাগে উত্ত্যপ্ত ওই অঞ্চলে নতুন করে উত্তেজনা সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। এছাড়া সৃষ্টি হলো নতুন সাংবিধানিক সংকটও।

ধারণা করা হচ্ছে, কাশ্মীরে  ভারতীয় সেনাবাহিনীর অভিযানের কারণে আঞ্চলিক দলটির সঙ্গে বিজেপির দূরত্ব তৈরি হয়। এরই ধারাবাহিকতায় বিজেপি-পিডিপি জোট ভেঙে গেল।