DBC News
ছুটি শেষে বন্দরে কর্মচাঞ্চল্য

ছুটি শেষে বন্দরে কর্মচাঞ্চল্য

ঈদের ছুটির পর আবারো কর্মচাঞ্চল্য ফিরে এসেছে দেশের স্থলবন্দরগুলোতে। চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ছয় দিন এবং দিনাজপুরের হিলি স্থলবন্দর ৪ দিন বন্ধ থাকার পর আজ থেকে শুরু হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম।

চাঁপাইনবাবগঞ্জে সোনামসজিদ স্থলবন্দর সকাল ৯টা থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়। এর আগে ঈদ উপলক্ষ্যে গত ১৩ই জুন থেকে ১৮ই জুন পর্যন্ত ছয় দিন বন্ধ ছিল পণ্য আমদানি রপ্তানির কাজ। তবে স্বাভাবিক ছিল যাত্রী যাতায়াত কার্যক্রম। ছুটির মাঝেও প্রতিবেশি দেশ ভারতে আসা যাওয়া করেছেন যাত্রীরা।

এদিকে, টানা ৪ দিন বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল থেকেই হিলি স্থলবন্দর দিয়ে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। চলছে বন্দরের পানামা পোর্টে আমদানিকরা পণ্যের লোড-আনলোড। ব্যবসায়ীরা বন্দরে আসতে শুরু করেছে। 

হিলি বন্দর ফিরে পেয়েছে আগের ব্যস্ততা। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, হিলি বন্দরে আমদানি-রপ্তানি ৪ দিন বন্ধ থাকলেও অফিস বন্ধ ছিল কেবল ঈদের দিন। এছাড়া পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে টানা ৪ দিন বন্ধ থাকার পর সোমবার সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

বন্দর ও কাস্টমস সূত্রে জানা গেছে, ভারত থেকে প্রতিদিন ৪/৫'শ ট্রাকবোঝাই পণ্য আমদানি হয় বেনাপোল বন্দর দিয়ে। আর বেনাপোল দিয়ে দেড়'শ থেকে দুই'শ ট্রাক পণ্য রপ্তানি হয় ভারতে। দেশের প্রায় ৭৫ ভাগ শিল্পপ্রতিষ্ঠানের কাঁচামালের পাশাপাশি বিভিন্ন খাদ্যদ্রব্য আসে এই বন্দর দিয়ে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ১৪ জুন থেকে ১৭ই জুন সরকারি ছুটি থাকায় ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকে। তবে ইমিগ্রেশন দিয়ে দুই দেশের মধ্যে যাত্রী চলাচল ছিল স্বাভাবিক।

আরও পড়ুন

রপ্তানির সম্ভাবনাময় খাত তথ্যপ্রযুক্তি

২০২১ সাল নাগাদ তথ্য ও প্রযুক্তিপণ্য রপ্তানির লক্ষ্য পূরণ করতে হলে আগামী ৩ বছরে ৫ গুণ বাড়াতে হবে রপ্তানি। সেজন্য পুরো দেশকে ব্রডব্যান্ড ইন্টারনেটের আওতায় আনার দা...

বাংলাদেশের সীমান্তেই বাণিজ্য বাধা বেশি

আমদানি রপ্তানি বাণিজ্যে সুযোগ সুবিধার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে পিছিয়ে আছে বাংলাদেশ। বিশ্বব্যাংকের গবেষণায় উঠে এসেছে এ তথ্য। বিশ্লেষকরা বলছেন, গত দশ বছরে, অ...

কর্ণফুলী টানেলের মূল নির্মাণকাজ শুরু রবিবার

চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে মূল টানেলের নির্মাণকাজ শুরু হচ্ছে রবিবার। টানেল বোরিং মেশিন চালু ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলার পাইলিং প্রকল্পের উদ্বোধন করবেন প...

পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮

ঢাকার ধামরাই, টাঙ্গাইল, চট্টগ্রাম, হবিগঞ্জ ও রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত হয়েছে সাতজন। আহত হয়েছে আরও ২৫ জন। আজ শনিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের বাথ...