এবার নিত্যপণ্যের দাম নিয়ে গণমাধ্যমের ভূমিকা ইতিবাচক ছিল এবং বাস্তবেই দাম বাড়েনি বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আজ দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, ‘ এবার নিত্যপণ্যের দাম সহনীয় ছিল। রোজার সময় এত পণ্যের মজুত রেখেছি যাতে দাম বাড়েনি। তাই বাজার এবার স্বাভাবিক ছিল বলে গ্রামবাসী আমাকে জানিয়েছেন। সাংবাদিকরাও ভালো সংবাদ পরিবেশ করেছেন। এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ।’
খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু হাসপাতাল এবং সিএমএইচ সেনাবাহিনী দ্বারা পরিচালিত। বিএনপি সবসময় নির্বাচনে সেনাবাহিনী চায়, কিন্তু সেনাবাহিনী দ্বারা পরিচালিত হাসপাতালে তাদের ভরসা নেই। আমি বুঝি না একজন অসুস্থ মানুষ তার পছন্দের হাসপাতাল না হওয়ায় সময়ক্ষেপণ করেন কীভাবে। অসুস্থ রোগীকে যে হাসপাতালে নেবেন সেখানেই যাবেন।’