DBC News
জাপানে ৬.১ মাত্রার ভূমিকম্প, নিহত ৩

জাপানে ৬.১ মাত্রার ভূমিকম্প, নিহত ৩

জাপানের পশ্চিমাঞ্চলে ওসাকা শহরে শক্তিশালী ৬ দশমিক এক মাত্রার ভূমিকম্পে এক শিশুসহ তিনজন মারা গেছে। আহত হয়েছে প্রায় অর্ধশত।

স্থানীয় সময় সোমবার সকাল আটটার দিকে এ ভূমিকম্প হয়। ভূমিকম্পের পর জারি করা হয়েছে সুনামি সতর্কতা।

ভূমিকম্পে একটি দেয়াল ধসে পড়লে সেখানে অনেকের আটকা পড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।

দেশটির স্থানীয় গণমাধ্যম এনএইচকে জানিয়েছে, ভূমিকম্পে দেয়াল ধসে ৯ বছরের এক শিশু,  ৮০ ও ৮৪ বছরের দুই বৃদ্ধ মারা গেছেন।  ভূমিকম্পের পর আটকে পড়াদের দ্রুত উদ্ধারের নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে।

এক লাখ ৭০ হাজার বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। বাতিল করা হয়েছে সব ধরনের রেল চলাচল। বেশ কয়েকটি এলাকায় বন্যা দেখা দিয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।