DBC News
শুল্ক জটিলতায় খালাস হচ্ছে না চাল

শুল্ক জটিলতায় খালাস হচ্ছে না চাল

শুল্ক জটিলতায় লোকশানের আশঙ্কায় বন্দর থেকে চাল খালাস করতে রাজি না হওয়ায়, হিলি বন্দরে ১৩ দিন ধরে আটকা পড়ে আছে ৯ হাজার মেট্রিক টন চাল। ফলে অর্থনৈতিক বিড়ম্বনাসহ নানা ভোগান্তিতে পড়েছেন ভারতীয় ট্রাক চালক ও তাদের সহকারীরা।

গত ৬ই জুন পূর্ব নির্ধারিত দুই শতাংশ শুল্কে হিলি বন্দর দিয়ে প্রায় ৯ হাজার মেট্রিকটন চাল আমদানি করে ব্যবসায়ীরা। কিন্তু বাজেটের আগে আসা চালে নতুন বাজেটে অর্পিত ২৮ শতাংশ শুল্ক ধার্য করায় লোকশানের আশঙ্কায় চাল খালাস করছে না ব্যবসায়ীরা। এর ফলে অর্থনৈতিকসহ নানা বিড়ম্বনার শিকার হচ্ছেন ভারতীয় ট্রাক চালক ও তাদের সহকারীরা।

অন্যদিকে, ২৮ শতাংশ শুল্কে চাল খালাশ করতে নারাজ ব্যবসায়ীরা।

ঈদের ছুটি শেষে আগামী ১৯শে জুন পুনরায় শুরু হবে বন্দরের কার্যক্রম। তবে, ঠিক কবে নাগাদ আটকে থাকা এই চাল খালাস শুরু হবে সে প্রশ্নের উত্তর নেই কারো কাছে।