DBC News
বিশ্বের বিভিন্ন দেশে ঈদ উদযাপন

বিশ্বের বিভিন্ন দেশে ঈদ উদযাপন

এক মাস সিয়াম সাধনার পর যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ বিশ্বের অনেক দেশে উদযাপন করা হচ্ছে ঈদ। সৌদি  আরবের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এবং পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও জাপানে শুক্রবার উদযাপন করা হয় পবিত্র ঈদুল ফিতর।

শুক্রবার সৌদি আরবে ফজরের নামাজ আদায়ের পরপরই ঈদের জামাতে অংশ নেন মুসল্লীরা। সৌদি আরবের মক্কা নগরীতে পবিত্র মসজিদুল হারাম শরীফ ও মদিনা মনোয়ারা মসজিদুল নববীতে ঈদের সব চেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়। এছাড়াও মক্কা-মদিনা এবং জেদ্দার প্রবাসী বাংলাদেশী অধ্যুষিত এলাকাগুলোতে প্রবাসীদের সমন্বয়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

যুদ্ধবিদ্ধস্ত ফিলিস্তিনের জেরুজালেম, পশ্চিম তীর এবং গাজা শহরের অধিবাসীদের মনেও লেগেছে ঈদের আনন্দ। জেরুজালেমের ঐতিহ্যবাহী আল-আকসা মসজিদে ঈদের নামাজ পড়তে জড়ো হন হাজার হাজার মুসল্লী।

এদিকে ২৮ বছর পর বিশ্বকাপ ফুটবলে অংশ নেয়ার উৎসাহে মিশরের অনেকেই জার্সি পড়ে ঈদ জামাতে অংশ নেন। ঈদের দিনেই বিশ্বকাপ টুর্নামেন্টের প্রথম ম্যাচ হওয়ায় ঈদের আনন্দও দ্বিগুণ হয়েছে বলে জানান মুসল্লিরা।

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার আল আজহার মসজিদে ঈদের জামাতে শরিক হয়েছিলেন প্রায় ৩০০০ মানুষ। নামাজ শেষে দেশটিতে শান্তি বজায় থাকার জন্য দোয়া ও মোনাজাত করেন মুসল্লিরা।

এছাড়া জাপানে বসবাসরত  প্রবাসী বাংলাদেশিরাও ঈদের নামাজ শেষে একে অপরের সাথে কোলাকুলি এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ লেবানন এবং সংযুক্ত আরব আমিরাতেও প্রবাসী বাংলাদেশিদের সমন্বয়ে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন

'সংকট সমাধানে কোন পদক্ষেপ নেয়নি মিয়ানমার'

রোহিঙ্গা সংকট সমাধানে এখন পর্যন্ত কার্যকর কোন পদক্ষেপই নেয়নি মিয়ানমার। এ অবস্থায় দেশটির সরকার ও সেনাবাহিনীকে জবাবদিহিতার মুখোমুখি করতে আন্তর্জাতিক সম্প্রদায়কেই...

মালদ্বীপে ইব্রাহিম সলিহকে জয়ী ঘোষণা

  মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন বিরোধী নেতা ইব্রাহিম মোহাম্মদ সলিহ। সোমবার বিকেলে তাকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন।ন...

উৎসব মুখরতায় মধুপূর্ণিমা পালিত

  আজ মধু পূর্ণিমা। এ দিনটি বৌদ্ধদের কাছে স্মরণীয় ও আনন্দ-উৎসবমুখর পুণ্যময় একটি দিন।  গৌতম বুদ্ধের স্মরণে যথাযথ ধর্মীয় ভাবগাম্বীর্য ও উৎসব মু...

যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে মধু পূর্ণিমা

রাজধানীতে বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে। সোমবার সকাল থেকে, মেরুল বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বুদ্ধ ও ভিক্ষুসংঘকে ম...