DBC News
ভারতে বাস দুর্ঘটনায় নিহত ১৭

ভারতে বাস দুর্ঘটনায় নিহত ১৭

ভারতের উত্তর প্রদেশে বাস দুর্ঘটনায় নিহত হয়েছে অন্তত ১৭ জন। আহত হয়েছে আরো ১২জন। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। প্রদেশের মেইনপুরি জেলায় সকালে এ দুর্ঘটনা হয়।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, প্রাথমিক তদন্ত শেষে জানা গেছে, বাসটি অতি দ্রুত গতিতে চলছিল। এ সময় রাস্তার ডিভাইডারে আঘাত করে বাসটি উল্টে যায়। আহতদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।

আহতদের মধ্যে বাস চালকও রয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।