DBC News
ফসলের মাঠ থেকে ২২ গজে শামীমা

ফসলের মাঠ থেকে ২২ গজে শামীমা

নারী অদম্য; সর্বজয়ী। তার জল জ্যান্ত প্রমাণ টাইগ্রেস শামীমা সুলতানা। ফসলের মাঠে ফলেছেন সোনালী শষ্য; ২২ গজেও জয় করেছেন সোনালী ট্রফি। এশিয়া কাপ জয়ী বাংলাদেশ নারী ক্রিকেট দলের অদম্য যোদ্ধা শামীমা।

স্বাধীনচেতা, দারুন ইচ্ছে শক্তি, একাগ্রতা, কঠোর অনুশীলন এই সব কিছুর সমন্বয়েই শামীমা। মাগুরার অজ পাড়া গায়ে বেড়ে ওঠা শামীমা সুলতানা।

৩০ বছর বয়সী এই নারীই হতে পারে বাংলার হাজারো জনের অনুপ্রেরণার উৎস। সমাজের তথাকথিত পুরুষতান্ত্রিকতার বাধা ডিঙ্গিয়ে সর্বোচ্চটা অর্জন করেছেন আজ। বদলে দিয়েছেন দেশের ক্রীড়া জগতের চিত্রপট। হয়েছেন উজ্জ্বল নক্ষত্র।

প্রয়োজনে যে হাতে শামীমা তুলে নিয়েছেন কাঁচি আর চাষের লাঙ্গল সেই হাতেই ব্যাট হাতে দেশের জন্য ছিনিয়ে এনেছেন বিজয় ট্রফি।

ক্যারিয়ারের শেষটা অনেকেই দেখেছিল আরো বছর চারেক আগে। কিন্তু কঠিন সেই ইনজুরিকে হার মানাবেনই প্রবল ইচ্ছেটা ছিলই।

শামীমা লক্ষ্যে ছিলেন অটুট; আর বিশ্বাসটা ছিল হুদয়ে। সেই পুঁজিতেই সফল সে। ওকে দেখেই না হয় নতুন করে প্রেরণা খোঁজার হোক শুরু আরো অনেক শামীমার।