DBC News
দেরাদুন অভিজ্ঞতায় আরিফুলের আফসোস

দেরাদুন অভিজ্ঞতায় আরিফুলের আফসোস

দেরাদুনের শেষ টি-টোয়েন্টিতে জয় সূচক রান নিতে না পারার আফসোসে পুড়েই চলেছেন জাতীয় দলে সুযোগ পাওয়া অল রাউন্ডার আরিফুল হক। মিরপুরে অনুশীলনের ফাঁকে আরিফুল বলেন টাইগারদের দেরাদুন অভিজ্ঞতা উইন্ডিজ সফরে ভালো করতে সহায়তা করবে।

শেষ বলের চাপ নিতে না পাড়ায় অনেকবারই ট্রফি এবং ম্যাচ জয় হাত ছাড়া হয়েছে বাংলাদেশের। যার শেষ উদাহরন আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ।

আফগানদের বিপক্ষে শেষ বলটাকে স্বাভাবিক মোকবেলা করতে বলেছিলেন নন স্ট্রাইকিং এন্ডে থাক মাহমুদ উল্লাহ, তবে পারেনিনি আরিফুল, আক্ষেপ তার সেখানেই।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজে অনেক কিছুই হারিয়েছে বাংলাদেশ, দেরাদুনের এতোটুকু অর্জন উইন্ডিজে টাইগারদের জন্য হতে পারতো বড় প্রেরণা তেমনটাই মনে করেন আরিফুল।

ব্যর্থতার গ্লানি মাথায় নিয়ে বিদেশ থেকে দেশে ফেরার পর পিঠ দেখানো রাস্তা ধরে অনেকবারই টাইগাররা ফিরে গেছে ঘরে, তবে উন্নতি দেখা যায়নি ডু অর ডাই পরিস্থিতি স্নায়ুর চাপ সামলে ম্যাচ খেলার।