DBC News
খালেদার সুচিকিৎসার দাবিতে কর্মসূচি দেবে বিএনপি

খালেদার সুচিকিৎসার দাবিতে কর্মসূচি দেবে বিএনপি

খালেদা জিয়ার পছন্দমতো হাসপাতালে চিকিৎসার দাবিতে আগামী ১৪ই জুন সারা দেশে জেলা প্রশাসন কার্যালয়ে স্মারকলিপি দেবে বিএনপি। 

সোমবার বিকেলে, রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান, দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

এছাড়া কারা মহাপরিদর্শকের বক্তব্য দূরভিসন্ধিমূলক ও গভীর চক্রান্তের অংশ বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী।

এর আগে গেল শনিবার বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা তাঁকে দেখে এসে জানায়, গত ৫ই জুন বিএনপি নেত্রীর মাইল্ড স্ট্রোক হয়। এ কারণেই তিনি পড়ে গিয়েছিলেন।

এরপর গতকাল রবিবারই খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা করানোর উদ্যোগের কথা জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'কখন কোথায় খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করা হবে তা আইজি প্রিজন ঠিক করবেন।'

তবে এর পরপরই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার বিরধিতা করেন।

এদিকে সোমবার সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন জানান, খালেদা জিয়া রাজি হলে মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেয়া হবে।