DBC News
প্রধানমন্ত্রীর কারামুক্তি দিবস আজ

প্রধানমন্ত্রীর কারামুক্তি দিবস আজ

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমনন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ সোমবার। দীর্ঘ প্রায় ১১ মাস কারাভোগের পর ২০০৮ এর ১১ই জুন সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান তিনি। সেনা সমর্থিত ১/১১ এর তত্ত্বাবধায়ক সরকারে সমঙ ২০০৭ সালের ১৬ই জুন গ্রেপ্তার হন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বন্দী থাকা অবস্থায় কারাগারে শেখ হাসিনা অসুস্থ হয়ে পড়লে, বিদেশে চিকিৎসার জন্য তার মুক্তির দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের ক্রমাগত চাপ, আপসহীন মনোভাব ও অনড় দাবির প্রেক্ষিতে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়।

শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে রাজধানীর লেডিস ক্লাবে বিকেলে আলোচনা সভা, দোয়া ও ইফতারের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।