DBC News
এমপিওভুক্তির বিষয়ে শিক্ষামন্ত্রীর আশ্বাস

এমপিওভুক্তির বিষয়ে শিক্ষামন্ত্রীর আশ্বাস

শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার ব্যাপারে প্রস্তাবিত বাজেটে বিশেষভাবে উল্লেখ না থাকলেও, শিক্ষা মন্ত্রণালয় বরাদ্দ রেখেছে বলে জানিয়েছেন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টকে এফবিসিসিআইয়ের দেয়া মাইক্রোবাসের চাবি হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন তিনি।

এ সময় শিক্ষামন্ত্রী রমজান মাসে আন্দোলন না করতে অনুরোধ জানিয়ে বলেন, 'বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে। এ বিষয়ে কাজও চলছে। তাই শিক্ষকদের আন্দোলনের প্রয়োজন নেই।'

এর আগে, রবিবার পূর্বঘোষণা অনুযায়ী এমপিওভুক্তির দাবিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক–কর্মচারীরা সকাল ১০টার পরপরই প্রেসক্লাবের সামনে আসতে থাকেন। বেলা ১১টার আগে আগে তাঁরা প্রেসক্লাবের সামনে জড়ো হওয়ার চেষ্টা করলে, পুলিশ তাঁদের বাধা দিয়ে সরিয়ে দেয়।

এরপর তাঁরা প্রেসক্লাবের সামনের রাস্তার উত্তর পাশে বিচ্ছিন্নভাবে অবস্থান নেন। কিন্তু কিছুক্ষণ পর তাঁরা আবার প্রেসক্লাবের সামনে আসতে চাইলে পুলিশ আবারও বাধা দেয়।

 

আরও পড়ুন

বুলবুলকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

গীতিকার, সুরকার ও সঙ্গীতশিল্পী আহমেদ ইমতিয়াজ বুলবুলকে শহীদ মিনারে রাষ্ট্রীয় সম্মাননা দেয়া হয়েছে। একইসঙ্গে আজ বুধবার শহীদ মিনারে সর্বস্তরের মানুষ তাঁকে শ্রদ্ধা জ...

সরকারি কর্মকর্তাদের অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক

চট্টগ্রামে কাস্টমস ও বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের স্ত্রীদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন, দুদক। দুর্নীতির অভিযোগে...

'পরীক্ষার আগে কোনও অনৈতিক পথের খোঁজে নামবেন না'

পরীক্ষার আগে অভিভাবক ও পরীক্ষার্থীদের কোনো ধরনের অনৈতিক পথ না খোঁজার আহবান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি। মঙ্গলবার সকালে, চট্টগ্রামের এমএ আজিজ স্টেডি...

ডাকসু নির্বাচন: তফসিল ফেব্রুয়ারিতে

ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে ঘোষণা করা হচ্ছে ডাকসু নির্বাচনের তফসিল। ভোট গণনায় ব্যবহার করা হবে ইলেকট্রনিক ডিভাইস। ডিবিসি নিউজকে এসব তথ্য জানিয়েছেন, ডাকসু নির্বাচনে...