DBC News
এমপিওভুক্তির বিষয়ে শিক্ষামন্ত্রীর আশ্বাস

এমপিওভুক্তির বিষয়ে শিক্ষামন্ত্রীর আশ্বাস

শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার ব্যাপারে প্রস্তাবিত বাজেটে বিশেষভাবে উল্লেখ না থাকলেও, শিক্ষা মন্ত্রণালয় বরাদ্দ রেখেছে বলে জানিয়েছেন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টকে এফবিসিসিআইয়ের দেয়া মাইক্রোবাসের চাবি হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন তিনি।

এ সময় শিক্ষামন্ত্রী রমজান মাসে আন্দোলন না করতে অনুরোধ জানিয়ে বলেন, 'বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে। এ বিষয়ে কাজও চলছে। তাই শিক্ষকদের আন্দোলনের প্রয়োজন নেই।'

এর আগে, রবিবার পূর্বঘোষণা অনুযায়ী এমপিওভুক্তির দাবিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক–কর্মচারীরা সকাল ১০টার পরপরই প্রেসক্লাবের সামনে আসতে থাকেন। বেলা ১১টার আগে আগে তাঁরা প্রেসক্লাবের সামনে জড়ো হওয়ার চেষ্টা করলে, পুলিশ তাঁদের বাধা দিয়ে সরিয়ে দেয়।

এরপর তাঁরা প্রেসক্লাবের সামনের রাস্তার উত্তর পাশে বিচ্ছিন্নভাবে অবস্থান নেন। কিন্তু কিছুক্ষণ পর তাঁরা আবার প্রেসক্লাবের সামনে আসতে চাইলে পুলিশ আবারও বাধা দেয়।

 

আরও পড়ুন

মঙ্গলবার বসছে পদ্মা সেতুর ১১তম স্প্যান

আগামীকাল মঙ্গলবার স্বপ্নের পদ্মা সেতুতে বসছে ১১তম স্প্যান। এরইমধ্যে মাওয়া প্রান্ত থেকে স্প্যানটি জাজিরা প্রান্তের নির্ধারিত পিলারের কাছে নেয়া হয়েছে। সোমবার...

কয়েদি নম্বর ৩৮৪৮

জাহালামের মতোই বিনা দোষে জেল খাটার আরও একটি ঘটনার খোঁজ পাওয়া গেছে। নাম, পিতার নাম, ঠিকানা, বয়স কোনো কিছুরই মিল নেই। তবু ১০ বছরের সাজা পাওয়া মাদক মামলার আসামির ব...

১২ই মে একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম শুরু

আগামী ১২ই মে দেশের সব সরকারি এবং বেসরকারি কলেজে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু হবে। ভর্তি প্রক্রিয়া শেষে ১লা জুলাই ক্লাস শুরু হবে। গেল কয়েক বছর...

ঢাবি'র ভর্তি জালিয়াতি: অভিযুক্তদের তালিকা সিআইডি'র কাছে

অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডিকে তালিকা দেয়ার পাশপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেরাও ৯১ শিক্ষার্থীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। যাদের বিরুদ্ধে অভিযোগ জালিয়াতি...