DBC News
এমপিওভুক্তির বিষয়ে শিক্ষামন্ত্রীর আশ্বাস

এমপিওভুক্তির বিষয়ে শিক্ষামন্ত্রীর আশ্বাস

শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার ব্যাপারে প্রস্তাবিত বাজেটে বিশেষভাবে উল্লেখ না থাকলেও, শিক্ষা মন্ত্রণালয় বরাদ্দ রেখেছে বলে জানিয়েছেন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টকে এফবিসিসিআইয়ের দেয়া মাইক্রোবাসের চাবি হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন তিনি।

এ সময় শিক্ষামন্ত্রী রমজান মাসে আন্দোলন না করতে অনুরোধ জানিয়ে বলেন, 'বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে। এ বিষয়ে কাজও চলছে। তাই শিক্ষকদের আন্দোলনের প্রয়োজন নেই।'

এর আগে, রবিবার পূর্বঘোষণা অনুযায়ী এমপিওভুক্তির দাবিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক–কর্মচারীরা সকাল ১০টার পরপরই প্রেসক্লাবের সামনে আসতে থাকেন। বেলা ১১টার আগে আগে তাঁরা প্রেসক্লাবের সামনে জড়ো হওয়ার চেষ্টা করলে, পুলিশ তাঁদের বাধা দিয়ে সরিয়ে দেয়।

এরপর তাঁরা প্রেসক্লাবের সামনের রাস্তার উত্তর পাশে বিচ্ছিন্নভাবে অবস্থান নেন। কিন্তু কিছুক্ষণ পর তাঁরা আবার প্রেসক্লাবের সামনে আসতে চাইলে পুলিশ আবারও বাধা দেয়।

 

আরও পড়ুন

'মালয়েশিয়ায় লোক পাঠাবে বৈধ এজেন্সি'

 এখন থেকে বাংলাদেশের সকল বৈধ রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক পাঠাতে পারবে।  একথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী...

ঐক্যের বৈঠকে যাননি ড. কামাল

ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বাসায় বৃহত্তর ঐক্যের বৈঠকে যোগ দেননি জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহবায়ক ড. কামাল হোসেন। মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে এ বৈঠক শুরু হয়।...

তিন জাতীয় অধ্যাপককে সংবর্ধনা

  তিন জাতীয় অধ্যাপককে সংবর্ধনা জানিয়েছে বংগীয় সাহিত্য সংস্কৃতি সংসদ। মঙ্গলবার সন্ধ্যায় বাংলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা আয়োজনে প্রধান অতিথি হিসেবে...

ঢাবি'র 'খ'‌ ইউনিটের ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ‘খ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এ পরীক্ষা...