ঈদের আগেই দেশে ফিরছেন লেবানন প্রবাসী ১৯৮ অবৈধ নারী শ্রমিক। শনিবার এই শ্রমিকদের হাতে ফ্লাইটের টিকিট তুলে দেন লেবাননে বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুল মোতালেব সরকার। আগামী ১১, ১২ ও ১৩ই জুন কাতার এয়ারওয়েজের তিনটি ফ্লাইটে দেশে ফিরবেন তারা।
এর আগে, লেবাননে থাকা অবৈধ শ্রমিকদের বিরুদ্ধে অভিযান ঘোষণা করে দেশটির সরকার। এর প্রেক্ষিতে লেবানন সরকারের অঘোষিত সাধারণ ক্ষমার আওতায় আসতে নিবন্ধনের নোটিশ দেয় বাংলাদেশ দূতাবাস। এরপর দেশে ফিরতে নাম নিবন্ধন করেন কয়েক হাজার নারী শ্রমিক।
শনিবার ১৯৮ জন নারী শ্রমিকের হাতে কাতার এয়ারওয়েজের ফ্লাইটের টিকিট তুলে দেন লেবাননে বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুল মোতালেব সরকার। তিনি জানান, বৈধ কাগজপত্র না থাকায় বিভিন্ন জটিলতায় পড়েছিলেন এই শ্রমিকরা।
লেবাননে বর্তমানে প্রায় এক লাখ চার হাজার বাংলাদেশি শ্রমিক কাজ করেন। এদের বেশিরভাগই নারী, যারা মূলত গৃহকর্মী ও ক্লিনার হিসেবে কর্মরত।
এছাড়া সুপারমার্কেট, ফার্নিচারের দোকান, হাসপাতাল এবং বিভিন্ন অফিসেও কাজ করেন অনেকে। কৃষি ও নির্মাণ শিল্পে শ্রমিকের কাজও করেন বেশ কিছু নারী।
ঈদের পর দেশে ফেরার কথা আরও আড়াইশ নারী শ্রমিকের।