DBC News
আমদানি শুল্ক ২৫ শতাংশ রাখার দাবি বেসিসের

আমদানি শুল্ক ২৫ শতাংশ রাখার দাবি বেসিসের

আমদানি করা সফটওয়্যারের ওপর ২৫ শতাংশ শুল্ক ও ১৫ শতাংশ মূল্য সংযোজন কর বহাল রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস-বেসিস।

রবিবার রাজধানীর প্রেসক্লাবে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় এ দাবি জানান সংগঠনটির সভাপতি সৈয়দ আলমাস কবীর।

এ সময় ইন্টারনেট মডেম, ফেসকার্ড, কম্পিউটার নেটওয়ার্ক সুইচ, হাব, রাউটার, সার্ভার ব্যাটারিসহ ইন্টারনেট যন্ত্রাংশের ওপর আরোপিত ১০ শতাংশ শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করা হয়। অন্যথায়, দেশে তৈরি সফটওয়্যার ব্যবহার না হয়ে আমদানি করা সফটওয়্যারের ব্যবহার বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।