DBC News
'মানুষ পরিবর্তন ও সুশাসন দেখতে চায়'

'মানুষ পরিবর্তন ও সুশাসন দেখতে চায়'

'দেশে এখন সুশাসন নেই। জাতীয় পার্টি দেশে সুশাসন প্রতিষ্ঠা করবে।' এমনটাই মন্তব্য করলেন, প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। আজ রবিবার, উলিপুর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত জনসভায় এসব কথা বলেন এরশাদ। তিনি বলেন, 'মানুষ পরিবর্তন চায়।'

এরশাদ বলেন, 'বাংলার মানুষ, যুবসমাজ আজ ভালো নেই। আমাদের সময় দেশে মাদক ছিল না, আজ মাদকে ছেয়ে গেছে দেশ। আমরা মহকুমাকে জেলা ও থানাগুলোকে উপজেলা করেছি। মানুষের দোরগোড়ায় বিচারব্যবস্থা পৌঁছে দিয়েছিলাম। সড়ক ও জনপথে ব্যাপক উন্নয়ন করেছিলাম। ভবিস্যতে জাতীয় পার্টি সরকার গঠন করলে আবার বাংলাদেশে সুশাসন ও উন্নয়ন করা হবে।

প্রসঙ্গত; কুড়িগ্রাম-৩ সংসদীয় আসনের জাতীয় পার্টির এমপি এ কে এম মাইদুল ইসলাম মারা যান। ওই আসনের উপনির্বাচনে দলের প্রার্থী আক্কাস আলী সরকারকে ভোট দিতে আহ্বান জানান এরশাদ। তিনি বলেন, 'শুধু উপনির্বাচনে নয়, আগামী সংসদ নির্বাচনেও জাতীয় পার্টির প্রার্থীকে ভোট দেবেন।'

অনুষ্ঠানে এরশাদকে সোনার লাঙ্গল দিয়ে বরণ করে নেন আক্কাস আলী সরকার। এদিন প্রচন্ড রোদ ও দাবদাহ উপেক্ষা করে সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকার বিপুলসংখ্যক মানুষ ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে জনসভাস্থলে আসেন।  

আরও পড়ুন

বৃহত্তর ঐক্য প্রক্রিয়ায় অনৈক্যের সুর

বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার প্রশ্নে ড.কামাল হোসেনের সঙ্গে মতবিরোধ দেখা দিয়েছে অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীসহ ঐক্য প্রক্রিয়ার অংশীদারদের। ড. কামাল বলেছেন...

ঐক্যের বৈঠকে যাননি ড. কামাল

ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বাসায় বৃহত্তর ঐক্যের বৈঠকে যোগ দেননি জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহবায়ক ড. কামাল হোসেন। মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে এ বৈঠক শুরু হয়।...

স্ত্রী হত্যায় স্বামীসহ ৩ জনের ফাঁসির আদেশ

মাদারীপুরে গৃহবধূ হত্যা মামলায় স্বামীসহ তিনজনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত।  খালাস দেয়া হয়েছে দুই জনকে। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ রায়...

'পাঁচমিশালি নেতৃত্বে জনগণের আস্থা নেই'

জাতীয় ঐক্য প্রক্রিয়ার পাঁচমিশালি নেতৃত্বের প্রতি জনগণের কোনও আস্থা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার দুপুরে, নোয়াখালীর...