DBC News
ঈদে জি সিরিজ ও অগ্নিবীণার শতাধিক অ্যালবাম

ঈদে জি সিরিজ ও অগ্নিবীণার শতাধিক অ্যালবাম

 
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে জি সিরিজ ও অগ্নিবীণার ব্যানারে মুক্তি পেল শতাধিক নতুন অ্যালবাম। শনিবার সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডের একটি রেস্তোরায় দেশের বরেন্য শিল্পীদের সাথে নিয়ে অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়।

পাইরেসি আর ইন্টারনেটের প্রভাবে সিডি বিক্রি বন্ধ হয়ে গেলেও বন্ধ নেই নতুন গান নির্মাণ প্রক্রিয়া। তাই অডিও প্রতিষ্ঠানগুলি বেছে নিয়েছে ইন্টারনেটভিত্তিক সংগীত প্রকাশনার পথ।  ইউটিউব, আইটিউন্স এর মত সামাজিক মাধ্যমেই তাই মুক্তি পাচ্ছে এলবাম।

এই ঈদে জি সিরিজ থেকে মুক্তি পেল নবীন ও প্রবীন শিল্পীদের একক, মিশ্র ও ব্যান্ড এলবামের পাশাপাশি নাটক, অডিও ও চলচ্চিত্রের শতাধিক এলবাম; জানালেন জি সিরিজের কর্ণধার নাজমুল হক ভুঁইয়া খালেদ।

মোড়ক উন্মোচন আয়োজনে নবীন শিল্পীদের দিক নির্দেশনা ও শুভেচ্ছা জানান প্রবীণ শিল্পীরা।