DBC News
তালেবানের যুদ্ধবিরতি ঘোষণা

তালেবানের যুদ্ধবিরতি ঘোষণা

ঈদুল-ফিতর উপলক্ষ্যে প্রথমবারের মতো তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে তালেবান। বৃহস্পতিবার আফগান কর্তৃপক্ষ যুদ্ধবিরতি ঘোষণা দেয়ার পরই প্রথমবারের মতো যুদ্ধবিরতি ঘোষণা করল আফগান তালেবানরাও।

শনিবার তালেবান জঙ্গিগোষ্ঠী জানায়, যুদ্ধবিরতি চলাকালীন বাইরে থেকে কোন আক্রমণ করা হলে তারা তা প্রতিহত করবে। তবে এসময় বিদেশি সেনাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় তারা।

ইসলামিক আলেমদের এক বৈঠক শেষে যুদ্ধবিরতির ঘোষণা দেয়া হয়। আলেমরা তালেবান হামলার বিরুদ্ধে একটি ফতোয়া জারি করেন। আলেমরা তালেবানের সঙ্গে একটি যুদ্ধবিরতির আহবান জানান। 

এরআগে, বৃহস্পতিবার সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি। দেশটির রাষ্ট্রীয় টেলিভশনে দেয়া বক্তৃতায় আগামী ২০শে জুন পর্যন্ত এ যুদ্ধবিরতি চলবে বলে জানান তিনি। তবে আশরাফ ঘানি জানায় এসময় আইএস সহ অন্যান্য জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে।