DBC News
প্রস্তাবিত বাজেটের প্রভাব পড়েনি বাজারে

প্রস্তাবিত বাজেটের প্রভাব পড়েনি বাজারে

গত বছর এপ্রিলের শুরুতে আগাম বৃষ্টি ও বন্যায় ফসলহানি এবং মজুদ কমে যাওয়ায় চাল আমদানিতে শুল্ক ২৮ শতাংশ থেকে ২ শতাংশে নামিয়ে আনে সরকার। সঙ্কট কাটিয়ে ওঠায় বৃহস্পতিবার চাল আমদানির ওপর আবারও ২৮ শতাংশ শুল্ক আরোপের কথা জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

প্রস্তাবিত বাজেটে কোনো পণ্যের দাম বাড়ানোর কথা এলেই বেড়ে যায় দাম। তবে চাল আমদানিতে আগের শুল্কহার পুনর্বহালের প্রস্তাবের প্রভাব পড়েনি রাজধানীর বাজারে।

কারওয়ার বাজার, মহাখালী, হাতিরপুল ও যাত্রাবাড়ী কাঁচাবাজারে আগের দামেই বিক্রি হচ্ছে সব ধরনের চাল। প্রস্তাবিত বাজেটের প্রভার পড়েনি অন্যান্য নিত্যপণ্যের দামেও। বেগুন, কাকরোল, পটল, করলা, ঝিঙে বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়।

দাম বাড়েনি কোনো মাছেরই। ইলিশ, রূপচাঁদা, পাবদা, টেংরা, কৈ, শিং ও মাগুর মাছ বিক্রি হচ্ছে আগের দামেই। ঈদের আগে চাহিদা বাড়লেও, বাড়েনি ছোলা, চিনি, সেমাই ও কোনও মসলার দাম।

সিটি কর্পোরেশনের বেঁধে দেয়া দামেই বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। গরুর মাংস সাড়ে চারশো আর খাসির মাংস বিক্রি হচ্ছে ৭শ' ২০ টাকা কেজিতে।