DBC News
'ব্যাংকিং খাতের কর কমানো নৈরাজ্যেকে উৎসাহ দেয়া'

'ব্যাংকিং খাতের কর কমানো নৈরাজ্যেকে উৎসাহ দেয়া'

ব্যাংকিং খাতের কর কমানোকে নেতিবাচকভাবে দেখছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি। এতে করে নৈরাজ্যেকে উৎসাহ দেয়া হবে বলে মনে করেন দেবপ্রিয় ভট্টাচার্য।

বৃহস্পতিবার ঘোষিত বাজেটের প্রতিক্রিয়ায় সিপিডি জানায়, আবাসন খাতের ব্যাপারে কর কমানোয় মধ্যবিত্তরা বঞ্চিত হবেন।

দেবপ্রিয় আরও বলেন, "সম্প্রতি সিপিডির তরফ থেকে বলা হয়, আমাদের বৈদেশিক লেনদেনে একটি বড় ধরনের চাপ সৃষ্টি হচ্ছে। ১১ বিলিয়ন ডলার ইতিমধ্যে এখানে ঘাটতির দিকে গেছে। ঘাটতির পরিমাণ আরও বাড়ছে। অথচ, এই বাজেটে এ বিষয়ে তেমন কোনো সংবেদনশীলতা বা প্রতিক্রিয়া দেখিনি আমরা।"

এদিকে বাজেটে নিবন্ধিত ও অনিবন্ধিত ব্যাংক ও ইন্সুলেন্স কোম্পানীর ওপর কর্পোরেট করের পরিমান কমানোর সমালোচনা করেন দেবপ্রিয়। বলেন, "নিবন্ধিতদের কর্পোরেট কর কমিয়ে ৪০ থেকে সাড়ে ৩৭ শতাংশ ও অনিবন্ধিতদের ওপর সাড়ে ৪২ থেকে ৪০ শতাংশ করা হয়েছে। আমরা এর কোনো যৌক্তিক অর্থনৈতিক কারণ দেখি না।" 

তিনি বলেন, "এ বাজেটের কোনো কাঠামোগত পরিবর্তন হয়নি, এর কোনো নীতিগত পরিবর্তনও আমরা দেখছি না।"