DBC News
'বাজেটের কিছু অংশ ব্যবসা ও শিল্পখাতকে চ্যালেঞ্জের মুখোমুখি করবে'

'বাজেটের কিছু অংশ ব্যবসা ও শিল্পখাতকে চ্যালেঞ্জের মুখোমুখি করবে'

প্রস্তাবিত বাজেটের কিছু অংশ ব্যবসা ও শিল্পখাতকে চ্যালেঞ্জের মুখোমুখি করবে বলে মনে করছে এফবিসিসিআই। 

বৃহস্পতিবার বাজেট চলাকালে বাজেট প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন এফবিসিসিআই'র সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দীন। এ সময় বাজেট বাস্তবায়নে দক্ষতা বাড়ানোর পরামর্শ দেন তিনি।

তিনি বলেন, ব্যাংক নির্ভর বাজেট উৎপাদন খাতকে ক্ষতিগ্রস্ত করতে পারে। বাজেটে ব্যাংক লোন নেয়ার ক্ষেত্রে সুদ হার বাড়বে না এটা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ব্যাংকে অস্থিরতার জন্য নিবিড় পর্যালোচনার পরামর্শও দেন তিনি। 

শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, 'আমরা বাজেটে ইনকাম ট্যাক্স সম্পন্ন প্রত্যাহারের দাবি জানালেও বিষয়ে কিছু বলা হয়নি। এতে নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।'

প্রস্তাবিত বাজেট সম্পর্কে তিনি আরও বলেন, 'বিদ্যুৎ, পরিবহন, অবকাঠামো খাতে বিশেষ নজর দেয়া হয়েছে। বিধবা ভাতা, শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে এজন্য সরকারকে ধন্যবাদ জানাই।'

আরও পড়ুন

আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইন ও সড়ক পরিবহণ আইন সংসদে পাশ

বহুল আলোচিত 'ডিজিটাল নিরাপত্তা বিল ২০১৮' ও 'সড়ক পরিবহণ আইন' সংসদে পাস হয়েছে আজ বুধবার। ডিজিটাল নিরাপত্তা আইন পাসে স্বাধীন সাংবাদিকতা ক্ষতিগ্রস্থ হবেনা বলে...

'রোহিঙ্গাদের এদেশে দীর্ঘদিন থাকার সুযোগ নেই'

রোহিঙ্গাদের দীর্ঘমেয়াদে বাংলাদেশে থাকার কোনও সুযোগ নেই। দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখতে বিশ্বের সমর্থন রয়েছে। বুধবার জা...

‘মোবাইল ফোন নম্বর একই থাকলেও, বদলে যাচ্ছে অপারেটর’ 

মোবাইল ফোনের নম্বর একই থাকবে, বদলে যাবে অপারেটর।  আগামী মাসের শুরুতেই চালু হচ্ছে মোবাইল নম্বর পোর্টেবেলিটি বা এমএনপি নামের এই সেবা।  নিজেদের সম্পূর্ণ...

নতুন শিল্পনগরীর স্থান চূড়ান্ত এ মাসেই

নতুন দুটি চামড়া শিল্পনগরীর জন্য চট্টগ্রাম ও রাজশাহীতে প্রাথমিকভাবে ৬টি জায়গা বাছাই করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন, বিসিক।  এ মাসের মধ্যেই ত...