DBC News
'বাজেটের কিছু অংশ ব্যবসা ও শিল্পখাতকে চ্যালেঞ্জের মুখোমুখি করবে'

'বাজেটের কিছু অংশ ব্যবসা ও শিল্পখাতকে চ্যালেঞ্জের মুখোমুখি করবে'

প্রস্তাবিত বাজেটের কিছু অংশ ব্যবসা ও শিল্পখাতকে চ্যালেঞ্জের মুখোমুখি করবে বলে মনে করছে এফবিসিসিআই। 

বৃহস্পতিবার বাজেট চলাকালে বাজেট প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন এফবিসিসিআই'র সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দীন। এ সময় বাজেট বাস্তবায়নে দক্ষতা বাড়ানোর পরামর্শ দেন তিনি।

তিনি বলেন, ব্যাংক নির্ভর বাজেট উৎপাদন খাতকে ক্ষতিগ্রস্ত করতে পারে। বাজেটে ব্যাংক লোন নেয়ার ক্ষেত্রে সুদ হার বাড়বে না এটা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ব্যাংকে অস্থিরতার জন্য নিবিড় পর্যালোচনার পরামর্শও দেন তিনি। 

শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, 'আমরা বাজেটে ইনকাম ট্যাক্স সম্পন্ন প্রত্যাহারের দাবি জানালেও বিষয়ে কিছু বলা হয়নি। এতে নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।'

প্রস্তাবিত বাজেট সম্পর্কে তিনি আরও বলেন, 'বিদ্যুৎ, পরিবহন, অবকাঠামো খাতে বিশেষ নজর দেয়া হয়েছে। বিধবা ভাতা, শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে এজন্য সরকারকে ধন্যবাদ জানাই।'

আরও পড়ুন

এ পর্যন্ত ৩৭ জনের পরিচয় শনাক্ত

রাজধানীর চকবাজারে আগুনে দগ্ধ হয়ে নিহতদের মধ্যে এ পর্যন্ত ৩৭ জনের পরিচয় শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত ২৩ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মৃতদের পরিচয় শ...

'বার্ন ইউনিটে ভর্তি ৯ জনের অবস্থা আশংকাজনক'

পুরান ঢাকার চকবাজারে আগুনে দগ্ধদের মধ্যে ৯ জনের অবস্থা আশংকাজনক। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি সবার অবস্থা গুরুতর। তাদের প্রায় সবারই শ্বাসনা...

রপ্তানির সম্ভাবনাময় খাত তথ্যপ্রযুক্তি

২০২১ সাল নাগাদ তথ্য ও প্রযুক্তিপণ্য রপ্তানির লক্ষ্য পূরণ করতে হলে আগামী ৩ বছরে ৫ গুণ বাড়াতে হবে রপ্তানি। সেজন্য পুরো দেশকে ব্রডব্যান্ড ইন্টারনেটের আওতায় আনার দা...

বাংলাদেশের সীমান্তেই বাণিজ্য বাধা বেশি

আমদানি রপ্তানি বাণিজ্যে সুযোগ সুবিধার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে পিছিয়ে আছে বাংলাদেশ। বিশ্বব্যাংকের গবেষণায় উঠে এসেছে এ তথ্য। বিশ্লেষকরা বলছেন, গত দশ বছরে, অ...