DBC News
৬ দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

৬ দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে ধানমণ্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দলের সাধারণ সম্পাদক বলেন, শুধুমাত্র পরিস্থিতি দাবি করলেই নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় নির্বাচনে সেনা মোতায়েন করা হবে।

এছাড়াও বাজেট প্রসঙ্গে  ওবায়দুল কাদের বলেন, করহীন জনবান্ধব বাজেট আসছে যেটায় জনগণ খুশি হবে আর জনগণ খুশি বলেই বিএনপি এখন অখুশি।