DBC News
আজ কানাডা যাচ্ছেন প্রধানমন্ত্রী

আজ কানাডা যাচ্ছেন প্রধানমন্ত্রী

জি-সেভেন আউটরিচ সম্মেলনে যোগ দিতে চারদিনের সফরে আজ বৃহস্পতিবার কানাডায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সন্ধ্যায় এমিরেটস এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন তিনি। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমন্ত্রণে প্রধানমন্ত্রী এই সফরে যাচ্ছেন। এবার তৃতীয়বারের মত আউটরিচ সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এই সম্মেলনে অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়াও বেশ কয়েকটি দেশের সরকার প্রধান ও কয়েকটি আন্তর্জাতিক সংস্থার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছে কানাডা। 
 

এবারের জি-৭ সম্মেলনের আউটরিচে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হবে। বাংলাদেশ ও কানাডার যৌথ উদ্যোগে এ আলোচনা অনুষ্ঠিত হবে। 

কানাডার কুইবেকের লা মালবাইয়ে আগামী ৮ ও ৯ই জুন ৪৪তম জি-৭ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সাতটি দেশের জোট জি৭-এর সদস্য দেশগুলো হচ্ছে— যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, জাপান ও ইতালি।

এবারের জি-৭ সম্মেলনে স্থিতিশীল উপকূল ও মানবগোষ্ঠী কীভাবে গড়ে তোলা যায়, সমুদ্রবিষয়ক জ্ঞান ও বিজ্ঞান শেয়ার এবং টেকসই সমুদ্র ও মৎস্য শিকারে সহায়তার বিষয়ে আলোচনার জন্য এই নেতারা ও আন্তর্জাতিক সংস্থাসগুলোর প্রধানগণ জি-৭ নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

এছাড়া সমুদ্রগুলো ও সমুদ্র উপকূলগুলো ক্রমবর্ধমান প্লাস্টিক দূষণ, আরও ঘন ঘন ও মারাত্মক আবহাওয়াগত সমস্যা এবং অবৈধ, অজ্ঞাত ও অনিয়ন্ত্রিত মৎস্য শিকারের মতো গুরুত্বপূর্ণ হুমকির মধ্যে রয়েছে। বিকাশমান অর্থনীতির জন্য স্থিতিশলী উপকূলীয় গোষ্ঠী ও স্বাস্থ্যকর সমুদ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ যা সবার জন্য ফলদায়ক এবং এ কারণে আমরা বিশ্বের সমুদ্রগুলো রক্ষার জন্য অন্যদের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এছাড়া ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্থিতিশীলতা জোরদারে, জলবায়ু পরিবর্তনের বিষয় মোকাবিলা এবং আমাদের সমুদ্রগুলো রক্ষায় কানাডা জি-৭ ও এর বাইরে অন্য দেশগুলোর সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। জি-৭ এ কানাডার সভাপতিত্বে জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়নের বিষয় গুরুত্বসহকারে আলোচনার জন্য অন্তর্ভুক্ত করা হবে।

সম্মেলনের ফাঁকে অন্যান্য দেশের নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে বঙ্গবন্ধুর খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত নূর চৌধুরীকে ফেরত আনার বিষয়ে আলোচনা করবেন প্রধানমন্ত্রী।

সর্বশেষ ২০১৬ সালে জাপানে অনুষ্ঠিত জি৭-এর আউটরিচ অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রণে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারো কানাডা সরকারের আমন্ত্রণে তিনি এ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। সম্মেলন শেষে ১২ই জুন প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।