DBC News
ভ্যান গগের চিত্রকর্মের নিলাম

ভ্যান গগের চিত্রকর্মের নিলাম

বিশ্বখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগের একটি চিত্রকর্ম বিক্রি হল ৭ দশমিক ৭ মিলিয়ন ইউরোতে। বাংলাদেশি টাকায় যার মূল্যমান সত্তর কোটি টাকার উপরে।

ওমেন মেন্ডিং নেটস ইন দি ডিউনস শিরোনামে তেল রঙের এই চিত্রকর্মটি শিল্পীর প্রথম দিকের আঁকা ছবিগুলির মধ্যে অন্যতম। ৪ঠা জুন ফ্রান্সে অনুষ্ঠিত নিলামে উত্তর আমেরিকার একজন শিল্পসংগ্রাহক ছবিটি কিনে নেয়।

১৮৮২ সালে আঁকা এই চিত্রকর্মটি আঁকতে শিল্পী আট বছর সময় নিয়েছিলেন। গ্রামীন জীবনের প্রেক্ষাপটে আঁকা এই ছবিতে প্রকৃতি শশ্য ভুমি উঠে এসেছে বর্ণীল বৈচিত্রময়তায়। 

নিলামকারী ফ্রান্সিস ব্রিস্ট জানান প্রতি বছর আন্তর্জাতিক বাজারে বেড়ে চলেছে কিংবদন্তী এই চিত্রশিল্পীর ছবির দাম। অথচ জীবদ্দশায় প্রচন্ড অর্থকষ্ট আর নানা দুর্ভোগের মধ্য দিয়ে বিপর্যস্ত হয়ে ছিল মহান এই শিল্পীর জীবন।