DBC News
গেল ১০ বছরে কমেছে বাজেট বাস্তবায়নের হার

গেল ১০ বছরে কমেছে বাজেট বাস্তবায়নের হার

প্রথম বাজেটের তুলনায় ৫৯০ গুণ বড় হতে যাচ্ছে বাংলাদেশের ৪৮তম বাজেট। যদিও একই আকারের অর্থনীতির অন্যান্য দেশের তুলনায় এ বাজেট খুব বেশি বড় নয়। পাশাপাশি বাজেট বাস্তবায়নের সক্ষমতাতেও পিছিয়ে আছে বাংলাদেশ।

১৯৭২-৭৩ অর্থবছরে বাংলাদেশের প্রথম বাজেট ছিলো ৭৮৬ কোটি টাকার। আর ৪৮তম বাজেট হতে পারে ৪ লাখ ৬৪ হাজার ৪০০ কোটি টাকার। অর্থাৎ প্রথমটির চেয়ে ৫৯০ গুণ বেশি।

কিন্তু অর্থনীতি যে হারে বেড়েছে, সে হারে কী বাজেট বড় হয়েছে? ২০ হাজার থেকে ২২ হাজার কোটি ডলার জিডিপির দেশগুলোর ২০১৬ অর্থবছরের বাজেট তুলনা করলে দেখা যায়, বাংলাদেশই সবচেয়ে পেছনে।

বাজেটের আকার নিয়ে সিপিডির গবেষক তৌফিকুল ইসলাম খান বলেন, 'আমরা ২২ হাজার কোটি ডলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করি কিন্তু আমরা তা অর্জন করতে পারিনা, ফলে তা আমাদের প্রাতিষ্ঠানিকভাবে এক ধরণের দূর্বলতার বহিঃপ্রকাশ ঘটায়।'

তিনি আরও বলেন, 'সত্যিকার অর্থে যদি বলা হয় তাহলে, বাংলাদেশের অর্থনীতির আকার হিসেবে সেটা আয়ের দিক থেকে হোক আর ব্যয়ের দিক থেকে হোক আমাদের বাজট খুব বেশি বড় না।'

একটি বাজেট দেশটির অর্থনীতিতে কতখানি অবদান রাখবে তা নির্ভর করে বাস্তবায়নের ওপর। কিন্ত সে হার কমছে দিন দিন।

সিপিডির গবেষক তৌফিকুল ইসলাম খান আরও জানান, 'উন্নয়ন প্রশাসন হোক আর রাজস্ব আদায়ের প্রশাসন হোক সে্টাকে প্রণোদনা দিতে পারছে কিন্তু বাজেট ব্যবহারের না। কোন জায়গায় আমরা যেন প্রয়োজনের তুলনায় বেশি বরাদ্দ না দেই। ভালো দেখানোর জন্য বরাদ্দ দিয়ে পরে অব্যবহৃত থেকে গেলে, বরাদ্দের কোন ব্যবহারই হয় না। 

এমন বাস্তবতা নিয়েই ৭ই জুন সংসদে নিজের ১২তম বাজেট প্রস্তাব করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

আরও পড়ুন

‘যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেয়ার আহ্বান’

    আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে সৎ ও যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। নিজ জেলা কিশোরগঞ্জে পঁাচদিনের সফর...

ডোপ টেস্টের তথ্য গোপন:ডিজিএম গ্রাউন্ডেড

  আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী উড়োজাহাজ নিয়ে শুরু হয়েছে ব্যাপক তোলপাড়। এবার প্রধানমন্ত্রীর লন্ডন ফ্লাইটের আগমুহূতের্ ডোপ টেস্টে ধরা পড়েছে এক কে...

কর্মবিরতিতে অচল বেনাপোল বন্দর

বেনাপোল স্থলবন্দরের ভারতীয় অংশে মালামাল ওঠানামার কাজে অতিরিক্ত অর্থ নেয়াসহ পাঁচদফা দাবিতে ভারতীয় ব্যবসায়ীদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে।   এতে বেন...

বগুড়ায় এগিয়ে চলেছে এসডিজি কার্যক্রম

বগুড়ায় দ্রুত এগিয়ে চলছে টেকসই উন্নয়ন লক্ষ্য-এসডিজি'র আওতায় 'দারিদ্র ও ক্ষুধামুক্ত' কার্যক্রম। এরই মধ্যে প্রতিটি উপজেলায় দরিদ্র, অতিদরিদ্র, ভূমিহীন এবং ভিক্ষুকদে...