DBC News
গেল ১০ বছরে কমেছে বাজেট বাস্তবায়নের হার

গেল ১০ বছরে কমেছে বাজেট বাস্তবায়নের হার

প্রথম বাজেটের তুলনায় ৫৯০ গুণ বড় হতে যাচ্ছে বাংলাদেশের ৪৮তম বাজেট। যদিও একই আকারের অর্থনীতির অন্যান্য দেশের তুলনায় এ বাজেট খুব বেশি বড় নয়। পাশাপাশি বাজেট বাস্তবায়নের সক্ষমতাতেও পিছিয়ে আছে বাংলাদেশ।

১৯৭২-৭৩ অর্থবছরে বাংলাদেশের প্রথম বাজেট ছিলো ৭৮৬ কোটি টাকার। আর ৪৮তম বাজেট হতে পারে ৪ লাখ ৬৪ হাজার ৪০০ কোটি টাকার। অর্থাৎ প্রথমটির চেয়ে ৫৯০ গুণ বেশি।

কিন্তু অর্থনীতি যে হারে বেড়েছে, সে হারে কী বাজেট বড় হয়েছে? ২০ হাজার থেকে ২২ হাজার কোটি ডলার জিডিপির দেশগুলোর ২০১৬ অর্থবছরের বাজেট তুলনা করলে দেখা যায়, বাংলাদেশই সবচেয়ে পেছনে।

বাজেটের আকার নিয়ে সিপিডির গবেষক তৌফিকুল ইসলাম খান বলেন, 'আমরা ২২ হাজার কোটি ডলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করি কিন্তু আমরা তা অর্জন করতে পারিনা, ফলে তা আমাদের প্রাতিষ্ঠানিকভাবে এক ধরণের দূর্বলতার বহিঃপ্রকাশ ঘটায়।'

তিনি আরও বলেন, 'সত্যিকার অর্থে যদি বলা হয় তাহলে, বাংলাদেশের অর্থনীতির আকার হিসেবে সেটা আয়ের দিক থেকে হোক আর ব্যয়ের দিক থেকে হোক আমাদের বাজট খুব বেশি বড় না।'

একটি বাজেট দেশটির অর্থনীতিতে কতখানি অবদান রাখবে তা নির্ভর করে বাস্তবায়নের ওপর। কিন্ত সে হার কমছে দিন দিন।

সিপিডির গবেষক তৌফিকুল ইসলাম খান আরও জানান, 'উন্নয়ন প্রশাসন হোক আর রাজস্ব আদায়ের প্রশাসন হোক সে্টাকে প্রণোদনা দিতে পারছে কিন্তু বাজেট ব্যবহারের না। কোন জায়গায় আমরা যেন প্রয়োজনের তুলনায় বেশি বরাদ্দ না দেই। ভালো দেখানোর জন্য বরাদ্দ দিয়ে পরে অব্যবহৃত থেকে গেলে, বরাদ্দের কোন ব্যবহারই হয় না। 

এমন বাস্তবতা নিয়েই ৭ই জুন সংসদে নিজের ১২তম বাজেট প্রস্তাব করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

আরও পড়ুন

বিমানবন্দরে আটক হওয়া পিস্তল পুলিশি তদন্তে খেলনা পিস্তল হিসেবে উল্লেখ

কাস্টমস হাউজের বর্ণনায় আসল পিস্তল হলেও পুলিশি তদন্তে তা খেলনা পিস্তল হিসেবে উল্লেখ করা হয়েছে। দুই বছর আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই পিস্তল উদ্ধারের সম...

'সবুজ সংকেতের অপেক্ষায় বিএনপির অনেক নেতাকর্মী'

বিএনপি থেকে অনেকেই আওয়ামী লীগে যোগ দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমাদের সভানেত্রী শেখ হাসিনার ক্লিয়ারেন্স পেলে, একটু সবুজ সংকেত পেলেই সারা দেশে বিএনপির বিপুল ন...

চামড়াবিহীন জুতা তৈরিতে ঝুঁকছে উৎপাদকরা

বিশ্ববাজারে চাহিদা থাকায়, ফুটওয়্যার উৎপাদক প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে চামড়াবিহীন জুতা তৈরিতে ঝুঁকছে। দেশে প্রতিবছর অন্তত ৩ থেকে ৪ টি কোম্পানি উৎপাদনে আসছে। ২০২১ স...

বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেয়ায় তদন্ত করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ

দীর্ঘ সময় বিনিয়োগকারীদের লভ্যাংশ দিচ্ছে না এমন প্রতিষ্ঠান সম্পর্কে তদন্ত করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। এর মধ্যে আর্থিকভাবে দুর্বল ৫টি কোম্পানির কার্যক্রম সরেজমিনে প...