DBC News
সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু

আজ বুধবার সকালে, টাঙ্গাইলের কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে।

সকালে ঢাকা-বঙ্গবন্ধ সেতু মহাসড়কের কালিহাতী সরাতৈল এলাকায় ঢাকাগামী একটি পাথর বোঝাই ট্রাকের সাথে উত্তরবঙ্গগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক ট্রাক চালক ও হেলপার নিহত হয়। আহত হয় আরও দুইজন। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন, জীবন, মামুন এবং মুন্না।

বঙ্গবন্ধু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন জানান, সকাল সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং একজন আহত হয় বলেও জানান তিনি। 

মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে বলেও জানিয়েছেন বঙ্গবন্ধু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। দুর্ঘটনার পর এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনা কবলিত ট্রাক দু'টি রাস্তা থেকে সরানোর ঘন্টাখানেক পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে, রাজধানীর যাত্রাবাড়িতে ট্রাকের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে, সঙ্গে শিশুর মা গুরুতর আহত হন।

আরও পড়ুন

'বিএনপি-জামাত জোট নমিনেশন নিলামে তুলেছিল'

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়পত্র নিলামে তুলেছিল বিএনপি-জামাত জোট-এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে যত বেশি টাকা দিয়েছে, তাকেই জোট থেকে নমি...

'নির্বাচনের নামে প্রহসন করেছে সরকার'

নির্বাচনের নামে প্রহসন করেছে সরকার এমন মন্তব্য করে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন বলেছেন, সরকার নাগরিক অধিকার বঞ্চিত করে সংবিধান লঙ্ঘন করেছে। শুক্রবার বিকে...

জামাত-শিবিরের ১০ নেতাকর্মী আটক

নারায়ণগঞ্জে গোপন বৈঠক চলার সময় জামাত-শিবিরের ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। দুপুরে শহরের নবীগঞ্জ ফেরিঘাট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।  এ সময় তাদের কাছ থ...

মাদক ব্যবসায়ীদের আত্মসমর্পণ নিয়ে প্রশ্ন

টেকনাফে ইয়াবা ব্যবসায়ীদের আত্মসমর্পণ মাদক নিয়ন্ত্রণে কতটা কাজে লাগবে তা নিয়ে প্রশ্ন উঠছে। সাধারণ মানুষ বলছে, ইয়াবা ও মাদক দ্রব্য আসা বন্ধ করতে সীমান্তে কঠোর অবস...