DBC News
ফুয়েগো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৫

ফুয়েগো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৫

মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালার ফুয়েগো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে মৃতের সংখ্যা ৭৫ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ ১৯২ জন।

মঙ্গলবার আগ্নেয়গিরির দক্ষিণ দিক থেকে নতুন করে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। ১০ কিলোমিটার উচ্চতা পর্যন্ত ধোঁয়া ও ছাই ছড়িয়ে পড়ায় বন্ধ আছে গুয়েতেমালা সিটির লা অরোরা বিমানবন্দর। 

কর্তৃপক্ষ জানিয়েছে, ফুয়েগো আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ১৭ লাখ মানুষ। এছাড়াও তিন হাজাররেরও বেশি মানুষকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে। 

বাতাসে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পরায়, স্থানীয়দের মাস্ক ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে। ৩ হাজার ৭৬৩ মিটার উঁচু ফুয়েগো মধ্য আমেরিকার সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি।

গেল রবিবার থেকে রাত থেকে আগ্নেয়গিরির লাভা উদগীরণের ফলে এই দুর্ঘটনা ঘটে। অগ্ন্যুৎপাতে হতাহতের ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট জিমি মোরালেস।

১৯৭৪ সালেও দেশটিতে অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে। কিন্তু তখন কোন হতাহতের ঘটনা ঘটেনি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে লাভা উদগীরণ শুরু হয়।