DBC News
সাকিব তমিমদের প্রধান কোচ হতে পারেন স্টিভ রোডস

সাকিব তমিমদের প্রধান কোচ হতে পারেন স্টিভ রোডস

জাতীয় ক্রিকেট দলের কোচ বন্ধ্যাত্ব অবশেষে ঘুচার পথে। গেলো বছর ইংলিশ কাউন্টি ক্লাব ওরস্টার শায়ারের ডিরেক্টর পদ থেকে অব্যহতি নেয়া ইংল্যান্ডের সাবেক উইকেট কিপার ব্যাটসম্যান স্টিভ রোডস হতে পারেন বাংলাদেশের কোচ।

বিসিবি যেমনটা চায় ঠিক তেমন করেই সময় দিতে পারবেন সাবেক ইংলিশ ক্রিকেটার। টাইগারদের প্রধান কোচের পদে বিসিবিকে সাক্ষাতকার দিতে এই সপ্তাহেই আসছেন রোডস।

বাংলাদেশের কোচ হতে আগেও অনেকে এসেছেন আবার চলেও গেছেন, তবে বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরীর মুখে রোডসের নামটি ধরা পড়লো অনেকটা নিশ্চিত ভাবেই।

হঠাৎ উত্থান নয় স্টিভ রোডসের, বিসিবির শর্ট লিস্টে ছিলেন পরামর্শক গ্যারি কারস্টেনের সার্চিং রেঞ্জের ভেতর।

স্টিভ রোডসের সাথেই দুয়ে দুয়ে চার মিলিয়েছে বিসিবি নিজেদের প্রত্যাশা মতই। সেই সাথে কোচ সমস্যা সমাধান মানেই পরামর্শক গ্যারি কারস্টেনের সাথে সম্পর্ক শেষ এমনটা মনে করছেননা বিসিবি কর্তা নিজাম উদ্দিন চৌধুরী।

রোডসের সাথে ব্যাটে বলে মিলে গেলেই জাতীয় ক্রিকেট দলের বড় একটি শুন্যস্থান পূরণ হতে পারে। আর সেই লক্ষ্যেই অধীর আগ্রহে যেন তারই পথ চেয়ে বসে আছে বিসিবি।