DBC News
'সরকারের উন্নয়ন শুধু বিলবোর্ডেই'

'সরকারের উন্নয়ন শুধু বিলবোর্ডেই'

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান সরকারের উন্নয়ন শুধু সাইনবোর্ড ও বিলবোর্ডেই দেখা যায়। আজ মঙ্গলবার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সারাদেশের সড়ক-মহাসড়ক এখন ছোট ছোট খালে পরিণত হয়েছে। সরকারের বেপরোয়া লুটপাটের নীতির কারণেই সড়ক-মহাসড়কের দুদর্শা কাটছে না বলেও মন্তব্য করেন তিনি।

বাজেট প্রসঙ্গে তিনি বলেন, গণবিরোধী সরকারের কাছ থেকে জনকল্যাণমুখী বাজেট কেউ প্রত্যাশা করতে পারে না। এরা গণবিরোধী সরকার, জনসম্পৃক্ত ও জনকল্যাণমূলক বাজেট দেবে- এটা ভাবার কোনো কারণ নেই।' 

বাজেটের আদি-অন্ত বিশ্লেষণ করে কী ফুটে উঠে তার ওপর ভিত্তি করে বিএনপি তাদের প্রতিক্রিয়া জানাবে বলেও জানান রিজভী।

'গত ১০ বছরে দ্রব্যমূল্য বাড়েনি'- অর্থমন্ত্রীর এই বক্তব্যের প্রতিক্রিয়ায় রিজভী বলেন, রবি ঠাকুরের ওই গানটা নিশ্চয়ই সবার মনে আছে- কেউ কখনো খুঁজে কি পায় স্বপ্নলোকের চাবি। এ স্বপ্নলোকের চাবি আছে আপনার অর্থমন্ত্রীর কাছে। তাই এই ধরনের উদ্ভট কথাবার্তা বলেন তিনি।'

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, সাংবাদিক নেতা শওকত মাহমুদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভুঁইয়া, কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু, উলামা দলের এম এ মালেক,শাহ নেসারুল হকসহ আরও অনেকে।

 

আরও পড়ুন

'মালয়েশিয়ায় লোক পাঠাবে বৈধ এজেন্সি'

 এখন থেকে বাংলাদেশের সকল বৈধ রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক পাঠাতে পারবে।  একথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী...

ঐক্যের বৈঠকে যাননি ড. কামাল

ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বাসায় বৃহত্তর ঐক্যের বৈঠকে যোগ দেননি জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহবায়ক ড. কামাল হোসেন। মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে এ বৈঠক শুরু হয়।...

বৃহত্তর ঐক্য প্রক্রিয়ায় অনৈক্যের সুর

বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার প্রশ্নে ড.কামাল হোসেনের সঙ্গে মতবিরোধ দেখা দিয়েছে অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীসহ ঐক্য প্রক্রিয়ার অংশীদারদের। ড. কামাল বলেছেন...

ঐক্যের বৈঠকে যাননি ড. কামাল

ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বাসায় বৃহত্তর ঐক্যের বৈঠকে যোগ দেননি জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহবায়ক ড. কামাল হোসেন। মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে এ বৈঠক শুরু হয়।...