DBC News
বিকালে বসছে দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশন

বিকালে বসছে দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশন

দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশন ২০১৮ শুরু হচ্ছে আজ। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গেল ১৬ই মে জাতীয় সংসদের ২১তম অধিবেশন আহ্বান করেন।

এ অধিবেশনে আসছে বৃহস্পতিবার সংসদে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বাজেট পেশ ছাড়াও এবারের অধিবেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল পাস হতে পারে।

আজ সংসদ কার্য-উপদেষ্টা কমিটির সভায় অধিবেশনের কার্যক্রম ও মেয়াদ নির্ধারণ করা হবে।

সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে, এরইমধ্যে বাজেট অধিবেশনের সব প্রস্তুতি শেষ হয়েছে। সংসদ সদস্যদের বাজেট নিয়ে আলোচনার সুবিধার্থে চালু হয়েছে ‘বাজেট ইনফরমেশন হেল্প ডেস্ক’।

সংসদ সচিবালয়ের আয়োজনে এবং বাজেট এ্যানালাইসিস অ্যান্ড মনিটরিং ইউনিটের সহযোগিতায় সংসদ ভবনের উত্তর-পূর্ব ব্লকের ৩য় লেভেলে অবস্থিত নোটিস অফিসের সামনে এই ডেস্ক চালু করা হয়েছে।

প্রতিবারের মতো এবারও ডিজিটাল পদ্ধতিতে অর্থাৎ পাওয়ার পয়েন্টের মাধ্যমে বাজেট উপস্থাপন করা হবে। আগামী অর্থবছরের জন্য সাড়ে ৪ লাখ কোটি টাকারও বেশি বাজেট দিতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। 

এর আগে গেল সোমবার, বাজেট নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অর্থমন্ত্রী বলেন, সরকারের শেষ এই বাজেটে নতুন করে কোন কর আরোপ হচ্ছেনা।

কর না বাড়লে রাজস্ব কিভাবে বাড়বে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আয়কর রিটার্ন দাখিলকারীর সংখ্যা ১৫ থেকে ২০ লাখ নির্ধারণ করা হয়েছিলো। কিন্তু বর্তমানে সে সংখ্যা ৩৩ লাখ ছাড়িয়ে গেছে।' 

 

এবারও সিগারেট করের আওতায় আসছে কি না এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, 'সিগারেটে এবারও ট্যাক্স বাড়বে। তবে হাইব্রীড গাড়ি আমদানি করে পরিবর্তন আসছেনা।'

চলতি অর্থবছরে রাজস্ব আয় থেকে সবচেয়ে বেশি ভ্যাট এসেছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, আগামী অর্থবছরেও তাই থাকবে। আয়করকে দ্বিতীয় অবস্থানে রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন

মঙ্গলবার বসছে পদ্মা সেতুর ১১তম স্প্যান

আগামীকাল মঙ্গলবার স্বপ্নের পদ্মা সেতুতে বসছে ১১তম স্প্যান। এরইমধ্যে মাওয়া প্রান্ত থেকে স্প্যানটি জাজিরা প্রান্তের নির্ধারিত পিলারের কাছে নেয়া হয়েছে। সোমবার...

কয়েদি নম্বর ৩৮৪৮

জাহালামের মতোই বিনা দোষে জেল খাটার আরও একটি ঘটনার খোঁজ পাওয়া গেছে। নাম, পিতার নাম, ঠিকানা, বয়স কোনো কিছুরই মিল নেই। তবু ১০ বছরের সাজা পাওয়া মাদক মামলার আসামির ব...

সন্ত্রাসী হামলা বন্ধে বিশ্বব্যাপী আন্দোলন গড়ে তুলতে মির্জা ফখরুলের আহ্বান

সন্ত্রাসী হামলা বন্ধে সারা বিশ্বে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ আটক...

আন্দোলনের প্রস্তুতি নেয়ার  আহ্বান

খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।জাতীয় প্রেসক্লাবের সামন...