DBC News
গুয়াতেমালায় অগ্নুৎপাতে নিহত ২৫

গুয়াতেমালায় অগ্নুৎপাতে নিহত ২৫

গুয়াতেমালার ফুয়েগো আগ্নেয়গিরির অগ্নুৎপাতে তিন শিশুসহ অন্তত ২৫ জনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছেন প্রায় ৩০০ জন।মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

গেল চার দশকের মধ্যে দেশটিতে এটিই সবচেয়ে ভয়াবহ অগ্নুৎপাতের ঘটনা।

গুয়েতেমালার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, আগ্নেয়গিরির লাভার স্রোত এল রোডিও নামক একটি গ্রামে আঘাত হানলে হতাহতের ঘটনা ঘটে। গ্রামটি লাভার নিচে চাপা পড়ে গেছে।

লাভার একটি স্রোত এল রোদেও গ্রামের ঘরবাড়ি ধ্বংস করে ভিতরে থাকা লোকজনকে দগ্ধ করেছে বলেও জানায় প্রশাসন। এ পর্যন্ত তিন হাজার একশো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া সম্ভব হয়েছে। 

অন্তত ১৭ লাখ মানুষ এ অগ্নুৎপাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। এরইমধ্যে গুয়াতেমালা সিটির বিমানবন্দরের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।