DBC News
ভারতে কেনাকাটার নেতিবাচক প্রভাব ঈদ বাজারে

ভারতে কেনাকাটার নেতিবাচক প্রভাব ঈদ বাজারে

দিনে পাঁচ হাজারের বেশি মানুষ ভারতে যাচ্ছেন নানা কাজে। তাদের প্রায় সবাই সেখানে কেনাকাটা করেন। বিক্রেতা ও ব্যবসায়ী নেতারা বলছেন, এর নেতিবাচক প্রভাব পড়ছে দেশের বাজারে। কয়েক বছর ধরে ঈদের বেচাকেনায় হাজার কোটি টাকা লোকসানের দাবি তাদের।

১৪ই রমজান, রাজধানীর একটি শপিং মলে গিয়ে দেখা গেলো ক্রেতাশুন্যতা। এ সময়ে যখন ক্রেতা সামলাতে বিক্রেতাদের হিমশিম খাওয়ার কথা, তখন ক্রেতার আশায় প্রহর গুণছেন অনেকেই। বেশিরভাগ দোকানে একই অবস্থা।

ব্যবসায়ীরা বলছেন, ব্যবসা খারাপ হওয়ার পেছনে বেশ কিছু কারণের মধ্যে অন্যতম ক্রেতাদের ভারতমুখী হওয়া। তাদের এ দাবির স্বপক্ষে কিছু প্রমাণও মিলেছে।

বেনাপোল বন্দরের ইমিগ্রেশন পুলিশের হিসেবমতে, গত মে মাসে শুধু এ বন্দর দিয়েই ভারতে গেছেন ১ লাখের বেশি মানুষ। এছাড়া, অন্যান্য স্থলবন্দর, ট্রেন আর আকাশ পথে গেছেন আরও প্রায় ৫০ হাজার মানুষ। যাদের বেশিরভাগই গেছেন ঘোরাঘুরির পাশাপাশি ঈদের কেনাকাটা সারতে।

ভারতমুখী প্রবণতা কমানো না গেলে শুধু ঈদের বাজারেই কয়েক হাজার কোটি টাকা লোকসান গুণতে হবে ব্যবসায়ীদের বলে মত দিলেন ঢাকা মহানগর দোকান মালিক সমিতির  সভাপতি তৌফিক এহসান।  

তবে রমজানের শেষ দুই সপ্তাহে ভালো বেচাকেনার প্রত্যাশায় আছেন ব্যবসায়ীরা।