DBC News
মিউজিক এসোসিয়েশন দোয়া মাহফিল

মিউজিক এসোসিয়েশন দোয়া মাহফিল

 

প্রয়াত তারকা শিল্পীদের স্মরণে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে মিউজিক এসোসিয়েশন মিরপুর।

সন্ধ্যায় মিরপুর ন্যাশনাল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রয়াত তারকা শিল্পীদের স্মরণে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে মিউজিক এসোসিয়েশন মিরপুর।

গেল কয়েক বছরে যেসব তারকা শিল্পী মারা গেছেন, তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

সংগীত শিল্পী হায়দার হোসেন বলেন, শিল্পীদের অসুস্থতার সময়ে এ অঙ্গনের সবাইকে এগিয়ে আসতে হবে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন স্বনামধন্য কন্ঠশিল্পী, যন্ত্রসংগীত শিল্পী, গীতিকার, সঙ্গীত পরিচালকসহ সংগীতের সাথে সংশ্লিষ্ট অনেকে।