DBC News
আম বাগানের দিকেই ঝুঁকছে কৃষকরা

আম বাগানের দিকেই ঝুঁকছে কৃষকরা

ধান, গমসহ অন্যান্য ফসলে লোকসান হওয়ায় ঠাকুরগাঁওয়ে আম বাগানের দিকেই ঝুঁকছে কৃষকরা। 

ঠাকুরগাঁওয়ের কৃষকরা গত কয়েক যুগ ধরে ধান, গম, পাট, আলুসহ বিভিন্ন ফসলের আবাদ করে আসছেন। কিন্তু এসব ফসল উৎপাদন করে ন্যায্যমূল্য না পেয়ে লোকসানে পড়তেন প্রতিবছর।

কিন্তু সম্প্রতি তারা এসব জমিতে আম ফলানোর উদ্যোগ নেন। আম্রপালি জাতের আম গাছ বেশি বড় না হওয়ায় গাছের মাঝামাঝি ফাঁকা জায়গায় ধান, গম, পাট, আলু, মরিচসহ বিভিন্ন শস্য সাথী ফসল হিসেবে চাষ করে লাভবান হচ্ছেন চাষিরা।


কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আফতাব হোসেন জানান, লাভবান হওয়ায় জেলায় দিনদিন বাড়ছে আম বাগান।


এদিকে, খাগড়াছড়িতে ব্যাগিং পদ্ধতিতে শুরু হয়েছে বিষমুক্ত আম চাষ। বিষমুক্ত আমের চাহিদা ও দাম ভালো থাকায় এ পদ্ধতি অনুসরন করছে এখানকার আম বাগান চাষিরা।

জেলার গুগড়াছড়ির বাবু মারমা এ পদ্ধতিতে শুরু করেন আমচাষ। এতে আমের মান ভালো থাকার পাশাপাশি এর চাহিদাও রয়েছে ব্যাপক।  শুধু আম উৎপাদন নয়, সাথে বিভিন্ন জাতের আমের চারাও বিক্রি করা হয়। আম্রপালি, রাংগুই (বার্মিজ জাতের আম), বারি-৪ জাতের আম বাগান রয়েছে এখানে। 

ব্যাগিংয়ে খরচ বেশি হলেও ক্রেতাদের কাছে বিষমুক্ত আম বিক্রি করার উদ্দেশ্যে ব্যাগিং পদ্ধতি অনুসরণ করা হচ্ছে।