DBC News
সহনীয় রাজধানীর সবজি ও মাছের বাজার

সহনীয় রাজধানীর সবজি ও মাছের বাজার

রমজান এলেই বেড়ে যায় পেঁয়াজ, রসুন, আদা, ছোলা, চিনি ও ভোজ্য তেলের দাম।

রোজার মাসে পণ্যের চাহিদার সাথে দাম বাড়লেও এবারের চিত্র উল্টো।রাজধানীর বাজারে ঝাঁঝ কমছে পেঁয়াজের, সেই সাথে কমেছে ছোলা, চিনি, রসুন ও আদার দাম। 

এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে কেজিতে পাঁচ টাকা। বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ ৪০ আর ভারতীয় পেঁয়াজ ২৫ টাকা কেজিতে।

অন্যদিকে ছোলা, চিনি, রসুন ও আদার দামও কমেছে কেজিতে ৫ থেকে ১০ টাকা।


রোজার শুরুর দিকে রাজধানীতে সবজির বাজার চড়া থাকলেও এখন বেশ কমেছে দাম। বরবটি, বেগুন, পটল, করলা, ঝিঙেসহ অধিকাংশ সবজিই বিক্রি হচ্ছে ৩০ থেকে ৫০ টাকায়।

সবজির মতোই সহনীয় আছে মাছের বাজার। সরবরাহ তুলনামূলক কম হলেও বাড়েনি ইলিশের দাম। কেনা যাচ্ছে প্রতিটি ৩শ' থেকে ৮শ' টাকায়। এছাড়া আইড়, বোয়াল, পাবদা, টেংরা, কৈ, শিং, মাগুর মাছও বিক্রি হচ্ছে আগের দামেই।


অন্যদিকে, সিটি করপোরেশনের বেঁধে দেয়া দামেই বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। গরু সাড়ে চারশো আর খাসির মাংস বিক্রি হচ্ছে ৭শ' ২০ টাকা কেজিতে।