DBC News
জেএসসি-জেডিসি পরীক্ষায় বিষয় ও নম্বর কমলো

জেএসসি-জেডিসি পরীক্ষায় বিষয় ও নম্বর কমলো

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টফিকেটে (জেডিসি) পরীক্ষায় বিষয় ও নম্বর কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

জেএসসি-জেডিসি পরীক্ষায় এতদিন বাংলা ও ইংরেজির দুটি করে পত্রে ১৫০ নম্বর করে পরীক্ষা হত। এখন বাংলা ও ইংরেজিতে থাকছে না আলাদা পত্র। এয়াখনে প্রতিটি বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে। অর্থাৎ ৫০ করে মোট ১০০ নম্বর কমছে। 

আজ বৃহস্পতিবার জেএসসি-জেডিসির চতুর্থ বিষয়ের পরীক্ষা শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন।

অষ্টমের সমাপনী এই পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ১০টি বিষয়ে পরীক্ষা দিতে হত শিক্ষার্থীদের। এখন বাংলা ও ইংরেজির দুটি এবং চতুর্থ বিষয়ের পরীক্ষা আর দিতে হবে না। এ বিষয়ে সচিব মো. সোহরাব হোসাইন বলেন, "শিক্ষার্থীদের ওপর থেকে চাপ কমিয়ে নিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।"

এ সিদ্ধান্ত অনুযায়ী, জেএসসিতে এখন ৮৫০ নম্বরের পরিবর্তে ৬৫০ নম্বর এবং জেডিসিতে ১০৫০ নম্বরের পরিবর্তে ৮৫০ নম্বরের পরীক্ষায় বসতে হবে শিক্ষার্থীদের।

আরও পড়ুন

'মালয়েশিয়ায়  শ্রমিক পাঠাবে  সব এজেন্সি'

এখন থেকে বাংলাদেশের সকল বৈধ রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক পাঠাতে পারবে।  একথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল...

ঐক্যের বৈঠকে যাননি ড. কামাল

ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বাসায় বৃহত্তর ঐক্যের বৈঠকে যোগ দেননি জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহবায়ক ড. কামাল হোসেন। মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে এ বৈঠক শুরু হয়।...

তিন জাতীয় অধ্যাপককে সংবর্ধনা

তিন জাতীয় অধ্যাপককে সংবর্ধনা জানিয়েছে বংগীয় সাহিত্য সংস্কৃতি সংসদ। মঙ্গলবার সন্ধ্যায় বাংলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থি...

ঢাবি'র 'খ'‌ ইউনিটের ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ‘খ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এ পরীক্ষা...