DBC News
বিদায় আর্সেন ওয়েঙ্গার

বিদায় আর্সেন ওয়েঙ্গার

আর্সেন ওয়েঙ্গার, শুধু একটা নাম বা একজন কোচ নয়। ফুটবল আর ফ্যানদের কাছে একটা দারুণ সম্পর্কের নাম ওয়েঙ্গার। ২২ বছর প্রায় দুই যুগ। আর এই ২২ বছরের বন্ধনের ইতি টানলেন আর্সেন ওয়েঙ্গার। নিজে দেখাশোনা করেই বানিয়েছিলেন এমিরেটস স্টেডিয়াম। কোচ হিসেবে সেখানেই শেষবার ডাগআউটে দাঁড়ালেন গানারদের প্রাণ পুরুষ আর্সেন ওয়েঙ্গার। শেষ হলো ফুটবলের একটা যুগের, একটা অধ্যায়ের।

শেষবারের মতো এসেছেন ডাগআউটে চুকিয়ে দিতে দুই দশকেরও বেশি সময়ের সম্পর্কটাকে। ক'দিন আগেই গানারদের বাজে পারফরম্যান্সে এই গ্যালারি মুখরিত হয়েছিল ওয়েঙ্গারের দুয়ো ধ্বনিতে। এ বেলায় সেখানেই রব উঠেছে ভালবাসি ওয়েঙ্গার ভালবাসি।

প্ল্যাকার্ডে আপ্লুত ভক্তদের আকুতি ‘আর্সেন, তোমার টাইটা কি আমায় দেবে? এই ভালবাসার প্রশ্নের পাল্টা জবাবে শুরুতেই মুখ থেকে যে কথাটি বের হলো ওয়েঙ্গারের, 'আই উইল মিস ইউ অল'।