DBC News
আফগানদের বিপক্ষে সিরিজ জুনের ১ম সপ্তাহে

আফগানদের বিপক্ষে সিরিজ জুনের ১ম সপ্তাহে

জুনের প্রথম সপ্তাহেই আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। আসছে ১৩ই মে জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার কথা থাকলেও প্রাথমিক স্কোয়াড চূড়ান্ত করতেই এক রকম হিমশিম খাচ্ছেন বিসিবি কর্তারা। তবে নির্বাচকদের কাজ শেষ, চূড়ান্ত অনুমতির অপেক্ষায় আছে তালিকা।

জাতীয় দলের প্রাথমিক স্কোয়াড ঘোষণা নিয়ে ধোয়াশা কাটছেইনা। ৫ই মে দলের স্কোয়াড ঘোষণা করার কথা গণমাধ্যমকে জানিয়েছিলেন বিসিবি’র সিইও। প্রধান নির্বাচকও বলেছিলেন একই কথা। কিন্তু এখনো জানা যায়নি কারা আছেন ৩০ জনের প্রাথমিক দলে।

এবার ক্রিকেট অপরারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানালেন ক্যাম্প শুরুর ২-৩ দিন আগে দেয়া হবে দল। বোলারদের নিয়ে আলাদা ক্যাম্পের পরিকল্পনা থাকায় এমনটা হচ্ছে বলেই জানান আকরাম খান।
স্কোয়াডে লেগ স্পিনারের অভাবটাও দূর করতে চায় বিসিবি। জুবায়ের লিখনকে টিম ম্যানেজমেন্ট আরেক বার সুযোগ দেয়ার পরিকল্পনা করছে বলেও জানান আকরাম খান।

এদিকে, তারিখ চূড়ান্ত না হলেও জুনের প্রথম সপ্তাহে হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ভেন্যু নিয়েও দুশ্চিন্তা কাটছে বলেও জানান বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী।