DBC News
সৌদি জোটের বিমান হামলায় ৬ জন নিহত

সৌদি জোটের বিমান হামলায় ৬ জন নিহত

ইয়েমেনের হুতি অধ্যুষিত রাজধানী সানায় প্রেসিডেন্টের কার্যালয়ে এ হামলা চালায় সৌদি জোট। এ সময় অন্তত ৩০ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির বিদ্রোহী নিয়ন্ত্রিত টিভি স্টেশন আল মাসিরাহ।

এর আগে হুতি বিদ্রোহীরা সৌদি আরবের দক্ষিণাঞ্চলে দুইটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে সৌদি বিমান প্রতিরক্ষা বাহিনী তা ভূপাতিত করে। এর জবাবেই ইয়েমেনের প্রেসিডেন্টের কার্যালয় লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল মালকি।  এছাড়া হুতি বিদ্রোহীদের ইরান সহযোগিতা করছে বলেও দাবি করেন তিনি।

এর আগে গেলো মাসে সৌদি জোটের হামলায় হুতি বিদ্রোহীদের এক শীর্ষ নেতা মারা যায়। গেলো বছরের নভেম্বর থেকেই ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা প্রতিবেশী সৌদি আরবে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।