DBC News
আহসান উল্লাহ মাস্টারের মৃত্যুবার্ষিকী আজ

আহসান উল্লাহ মাস্টারের মৃত্যুবার্ষিকী আজ

শ্রমিক নেতা ও সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টারের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ। দিনটি স্মরণে গাজীপুরে আলোচনা সভা, মিলাদ মাহফিলসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার সকালে, গাজীপুরেরর হায়দারাবাদে আহসান উল্লাহ মাস্টারের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

এরপর সেখানে শ্রদ্ধা নিবেদন করে গাজীপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

পরে দলের পক্ষ থেকে আলোচনা সভা শেষে মোনাজাত করা হয়। ২০০৪ সালের এইদিনে টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শ্রমিক সমাবেশ চলাকালে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় আহসান উল্লাহ মাস্টারকে।

আরও পড়ুন

দাবি না মানলে নির্বাচনে যাবে না ছাত্রদল

নির্বাচন তিন মাস পিছিয়ে দেয়াসহ সাত দফা দাবি না মানলে ডাকসু নির্বাচনে অংশ নেবে না বাংলাদেশ ছাত্রদল। এমনটি জানিয়েছেন, ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান। অন্য...

'নির্বাচনে বড় দলের অংশ না নেয়া হতাশাজনক'

উপজেলা নির্বাচনে বড় রাজনৈতিক দলের অংশগ্রহণ না করা হতাশাজনক বললেন- প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা। তবে অংশগ্রহণমূলক না হলেও, নির্বাচন প্রতিযোগিতামূলক হব...

সিরাজগঞ্জে দেয়াল ধ্বসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

সিরাজগঞ্জে ভবন নির্মাণ কাজ করার সময় দেয়াল ধসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছে একজন। ফায়ার সার্ভিস জানায়, বিকেলে সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি সরকা...

চট্টগ্রামে ৪.৯ মাত্রার ভূমিকম্প অনুভুত

বন্দরনগরী চট্টগ্রামে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ রবিবার সকাল ৮টা ৫৮ মিনিট ৫০ সেকেন্ডে ৪ দশমিক ৯ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বা...