DBC News
শিগগিরই আসছে রংপুর মেট্রোপলিটন পুলিশ

শিগগিরই আসছে রংপুর মেট্রোপলিটন পুলিশ

শিগগিরই চালু হচ্ছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। এরই মধ্যে নিয়োগ দেয়া হয়েছে পুলিশের দুই উপ-কমিশনার। নতুন এই মেট্রোপলিটন পুলিশ বিভাগের আওতায় থাকবে ৬টি থানা ও ১৮টি পুলিশ ফাঁড়ি। রংপুরের নাগরিক সমাজের প্রতিনিধিরা মনে করেন, মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম চালু হলে নাগরিক সেবা আরও অনেক বাড়বে।

প্রায় ১৫ লাখ মানুষের বসাবাস বিভাগীয় শহর রংপুরে। ২০১২ সালে এটি দেশের দশম সিটি করপোরেশনে উন্নীত হয়। কিন্তু একটি মাত্র থানার ওপর নির্ভর করে চলছে নগরীর কার্যক্রম। অপরাধ নিয়ন্ত্রণসহ নাগরিক সেবা নিশ্চিত করতে মেট্রোপলিটন পুলিশ গঠনের দীর্ঘদিন দাবি ছিল রংপুরবাসীর।

কোতোয়ালী, পরশুরাম, তাজহাট, মাহিগঞ্জ, হারাগাছ ও হাজির হাট থানা নিয়ে গঠিত হচ্ছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। এছাড়াও থাকছে ১৮টি পুলিশ ফাঁড়ি। খুব শিগগিরই মেট্রো পুলিশের কার্যক্রম শুরু হচ্ছে বলে জানালেন রংপুরের ডিআইজি।

মেট্রোপলিটন এলাকায় দায়িত্ব পালন করবেন ডিআইজি পদ মর্যাদার একজন কর্মকর্তা, এসবির দায়িত্বে থাকবেন ২ জন অতিরিক্ত ডিআইজি, এসপি পদ মর্যাদার ২১ জন;  ডিসি ও এডিসি পদমর্যাদার ৪৯ জন এবং ১৯২ জন এএসপি।

আরও পড়ুন

'মালয়েশিয়ায়  শ্রমিক পাঠাবে  সব এজেন্সি'

এখন থেকে বাংলাদেশের সকল বৈধ রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক পাঠাতে পারবে।  একথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল...

ঐক্যের বৈঠকে যাননি ড. কামাল

ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বাসায় বৃহত্তর ঐক্যের বৈঠকে যোগ দেননি জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহবায়ক ড. কামাল হোসেন। মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে এ বৈঠক শুরু হয়।...

স্ত্রী হত্যায় স্বামীসহ ৩ জনের ফাঁসির আদেশ

মাদারীপুরে গৃহবধূ হত্যা মামলায় স্বামীসহ তিনজনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত।  খালাস দেয়া হয়েছে দুই জনকে। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ রায়...

'পাঁচমিশালি নেতৃত্বে জনগণের আস্থা নেই'

জাতীয় ঐক্য প্রক্রিয়ার পাঁচমিশালি নেতৃত্বের প্রতি জনগণের কোনও আস্থা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার দুপুরে, নোয়াখালীর...