চতুর্থবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ নিলেন ভ্লাদিমির পুতিন। তিনি ১৮ বছর ধরে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট হিসেবে রাশিয়ায় সরকার প্রধানের দায়িত্ব পালন করে আসছেন।
গত বছরের মার্চে অনুষ্ঠিত নির্বাচনে ৭৬ শতাংশ ভোট পেয়ে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন। আজ শপথ নিলে, ২০২৪ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন তিনি।
এদিকে তার শপথকে ঘিরে ক্রেমলিনে বিরোধীদের বিক্ষোভের আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। গত শনিবার পুতিনের শপথকে সামনে রেখে মস্কোসহ বিভিন্ন শহরে পুতিনবিরোধিরা বিক্ষোভ করেছে।
বিক্ষোভের সময় মস্কো থেকে বিরোধীদলীয় নেতা অ্যালেক্সেই নাভালনিকে আটক করা হয়, পরে অবশ্য তাকে ছেড়ে দেয়া হয়। ১৯৯৯ সালে রাশিয়ার ক্ষমতায় আসেন কেজিবির সাবেক এই কর্মকর্তা।